WFTW Body: 

মণ্ডলী হিসাবে আমাদের সেবাকার্য্যে বাধা প্রাপ্ত হওয়ার প্রধান কারণ হলো আমরা পবিত্রতা ও ধার্মিকতা প্রচার করেছি। আমরা এই প্রচার করি যথা: "পাপ আর আমাদের উপরে কর্তৃত্ব করতে পারবে না" (রোমীয় ৬: ১৪), "যারা অর্থকে ভালবাসে তারা ঈশ্বরকে ভালবাসতে পারে না" (লূক ১৬: ১৩), "যারা ক্রোধ করে এবং অন্যকে নির্বোধ বলে তারা অবশ্যই নরকে যাবে" (মথি ৫: ২২), "যারা কোন স্ত্রীলোকের প্রতি কাম ভাবে দৃষ্টিপাত করে, তারাও নরকে যাওয়ার ঝুঁকিতে আছে" (মথি ৫: ২৮,২৯), ইত্যাদি। যেহেতু প্রভু যীশুর এই বাক্যগুলি বিশাল সংখ্যাগরিষ্ঠ বিশ্বাসীর কাছে বিরক্তিকর, তাই তারা আমাদের বিরোধিতা করেছে।

আমরা খ্রীষ্টান কর্মীদের জন্য বেতন ব্যবস্থার বিরুদ্ধে (এমন কিছু যা প্রথম শতাব্দীতে শোনা/দেখা যায়নি) এবং খ্রীষ্টীয় সেবাকার্য্যের জন্য অর্থের ভিক্ষা করার বিরুদ্ধেও দাঁড়িয়েছি কারণ এই উভয় বিষয়ই শাস্ত্র অনুসারে নয়। এর ফলে আমরা তাদের কাছে ক্রোধের পাত্র হয়েছি যারা তাদের প্রচারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং তাদের ব্যক্তিগত সাম্রাজ্য গড়ে তোলে। আমরা মণ্ডলীর ব্যক্তিবাদী, পোপ-বাদী, ধর্ম-মতবাদ, মণ্ডলীর পাশ্চাত্য আধিপত্য এবং পাশ্চাত্য নেতৃত্বের উপর অস্বাস্থ্যকর নির্ভরতার বিরুদ্ধেও দাঁড়িয়েছি যা মণ্ডলীর বিকাশের পথে বাধা সৃষ্টিকারী। এতে ব্যক্তিবাদী গোষ্ঠীগুলি আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে।

শয়তানের লক্ষ্য হলো কোন না কোন ভাবে ঈশ্বরের মন্দিরকে দূষিত করা। সে তার "বাহিনীকে" মণ্ডলীর মধ্যেই তৈরি করে (দানিয়েল ১১: ৩১), যাতে ভিতরে থেকে ঈশ্বরের কাজ ধ্বংস করতে পারে। খ্রীষ্টীয় জগতের ইতিহাস প্রকাশ করে যে বিগত ২০ (বিংশ) শতাব্দী ধরে এই বাহিনী কীভাবে একটি দলের পর আর একটি দলকে এবং আন্দোলনের পরে আন্দোলনকে দুর্নীতিগ্রস্থ করতে সফল হয়েছিল।

মণ্ডলীর ব্যর্থতার মূল কারণ হলো ঈশ্বর মণ্ডলীর উপরে যাদের প্রহরী নিযুক্ত করেছিলেন তারা সচেতন এবং জাগ্রত থাকেননি। শয়তান কীভাবে এই প্রহরীদের নিদ্রামগ্ন করতে সফল হয়েছিল? কিছু বিষয়ে, তাদের সত্য কথা বলতে ভয়গ্রস্থ করার মাধ্যমে পাছে কিছু ব্যক্তি অপমানিত হয় - বিশেষত ধনী ও প্রভাবশালী ব্যক্তিগন। অন্য কিছু ক্ষেত্রে, তাদের স্ত্রী-সন্তুষ্টকারী এবং অর্থ ও ভাল খাবারের প্রেমিক করে তোলার মাধ্যমে। কিছু ক্ষেত্রে, প্রহরীরা মণ্ডলীর মধ্যে ঈশ্বরের মান বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু তাদের বার্তার বিরুদ্ধে অবিচ্ছিন্ন বিরোধিতার মুখোমুখি হয়ে নিজেরাই ক্লান্ত হয়ে পড়েন। এবং তাই তারা মানুষকে খুশি করার জন্য তাদের বার্তাগুলির মান কমিয়ে দেন।

ইব্রীয় ১২:৩ পদে, আমাদেরকে প্রভু যীশুর বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে "যিনি আপনার বিরুদ্ধে পাপীগণের এমন প্রতিবাদ সহ্য করেছিলেন, যেন আমরা প্রানের ক্লান্তিতে অবসন্ন না হই"। এই পাপীরা কে যারা যীশুকে বিরোধিতা করেছিল? তারা ইস্রায়েলের কোন বেশ্যা বা খুনী বা চোর ছিল না। তারা গ্রীক বা রোমীয় ছিল না। না। যে পাপীরা ক্রমাগত যীশুকে বিরোধিতা করেছিল, তারা ছিল ইস্রায়েলের বাইবেল প্রচারক এবং ধর্মীয় নেতারা। তারা যীশুর প্রতি ঈর্ষা করেছিল এবং অবশেষে তাঁকে হত্যা করেছিল।

আমরা যদি যীশুকে অনুসরণ করি, আমরা আজও একই গোষ্ঠীর লোকদের বিরোধিতার মুখোমুখি হবো। আমাদের সর্বাধিক বিরোধিতা সেই প্রচারকদের দ্বারা আসবে যারা ঈশ্বরের মানকে নীচু করেছে এবং মণ্ডলীকে কলুষিত করেছে। এরাই আমাদের বিরোধিতা করার জন্য শয়তানের প্রধান প্রতিনিধি হবে। প্রতিনিয়ত এই বিরোধিতার মুখোমুখি হয়ে ক্লান্ত হওয়া এবং নিরুৎসাহিত হওয়া আমাদের পক্ষে খুব সহজ।

শয়তান চেষ্টা করে "অত্যাচারের দ্বারা ঈশ্বরের সাধুদের ক্লান্ত করতে" (দানিয়েল ৭: ২৫)। বিজয়ী হওয়ার একমাত্র উপায় হলো যীশুর উদাহরণ অনুসরণ করা, যিনি ক্রমাগত বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন, যতক্ষণ না তিনি তাঁর শত্রুদের দ্বারা নিহত হন। আমাদেরও অবশ্যই প্রস্তুত হতে হবে "মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকতে" (প্রকাশিত বাক্য ২: ১০)। যে কোনও প্রচারক তার জীবনের শেষ অবধি বিরোধিতার মুখোমুখি হতে না চান, তিনি কান চুলকানির শান্তিদায়ক প্রচারকে পরিণত হবেন, যিনি "চাটুবাদ দ্বারা মানুষকে তার পক্ষে জয়ী করে তুলবেন" (দানিয়েল ১১: ৩২), এবং তার দিনগুলি শেষ করবেন আপসকারী বিলিয়মের মতো।

মণ্ডলী হিসাবে আমাদের আহ্বান হলো আমাদের মাঝে যে কোনও মূল্যে ঈশ্বরের মানগুলি রক্ষা করা। আমাদেরকে সর্বদা খ্রীষ্টারি শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। পৌল ঈশ্বরের অনুগ্রহে ইফিষীয় মণ্ডলীকে পবিত্রভাবে সংরক্ষণ করেছিলেন সেখানে তাঁর থাকাকালীন তিন বছরে। কিন্তু তিনি যখন চলে যাচ্ছিলেন তখন তিনি প্রাচীনদের জানিয়েছিলেন যে তিনি নিশ্চিত যে তাঁর যাওয়ার পরে দুর্নীতি প্রবেশ করবে (প্রেরিত ২০: ২৯-৩১)। এবং নিশ্চিতভাবেই এটি হয়েছিল, যেমনটি আমরা ইফিষীয়দের প্রতি দ্বিতীয় চিঠিতে পাঠ করি (প্রকাশিত বাক্য ২:১-৫)।