WFTW Body: 

প্রভু যীশু আমাদের প্রতিদিন প্রার্থনা করতে শিখিয়েছিলেন, "আমাদের পাপ ক্ষমা কর, যেমন আমরা অন্যদের ক্ষমা করিয়াছি।" আপনি কি জানেন যে আমাদের প্রতিদিন ক্ষমার জন্য প্রার্থনা করতে হবে? আমরা যদি প্রতিদিন প্রভু যীশুর প্রার্থনা পুনরাবৃত্তি নাও করি, তবুও আমাদের অন্তত এটা স্বীকার করা উচিত যে আমাদের প্রতিদিন ক্ষমার জন্য প্রার্থনা করা উচিত। আমি প্রতিদিন প্রার্থনা করি, "প্রভু, আমার পাপ ক্ষমা করুন।" আমরা কীভাবে জানতে পারি যে ক্ষমা এমন একটি জিনিস যা আমাদের প্রতিদিন প্রয়োজন? কারণ প্রার্থনার আগের লাইনটি হলো, "আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকের দাও" (মথি ৬:১১)। তাহলে, এটি প্রতিদিনের সাথে সম্পর্কিত। প্রভু, আজ আমার প্রতিদিনের খাদ্যের প্রয়োজন, এবং আমার পরবর্তী অনুরোধ হলো আপনি আজও আমার পাপ ক্ষমা করুন।

আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, "আপনি কিভাবে পাপের উপর জয়লাভের দাবি করতে পারেন, অথচ এটাও বলতে পারেন আমি প্রতিদিন পাপ করি?" জ্ঞাত পাপকে জয় করা এবং অজান্তে পাপ করা, যেগুলো সম্পর্কে আমরা জানি না, তার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আসলে আমাদের জীবনের মাত্র দশ শতাংশ সম্পর্কে জানি। ঠিক যেমন আমরা কেবল একটি হিমশৈলের ডগা দেখতে পাই, তেমনি আমরা আমাদের জীবনে পাপের কেবল পৃষ্ঠ দেখতে পাই। আমাদের জীবনের এমন অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা পাপ এবং খ্রীষ্টের সাথে সাদৃশ্যহীনতার বিষয়ে সচেতন নই। আমাদের প্রার্থনা করা উচিত যে ঈশ্বর আমাদের সেই ক্ষেত্রগুলিতেও ক্ষমা করবেন।

প্রতিদিন ক্ষমা চাওয়ার অর্থ এটাই। প্রেরিত পৌলের মতো আমরাও জ্ঞাত পাপের উপর সম্পূর্ণ বিজয় লাভ করতে পারি। ১ করিন্থীয় ৪:৪ পদে পৌল বলেছেন, "আমি আমার নিজের বিরুদ্ধে কিছু জানি না।" অন্য কথায়, পৌল বলছেন, "আমি সমস্ত জ্ঞাত পাপের উপর বিজয়ী। আমি হয়তো আমার জীবনে কোন পাপ সম্পর্কে অবগত নই, কিন্তু এর অর্থ এই নয় যে আমি নির্দোষ বা সম্পূর্ণরূপে অপরাধমুক্ত। আমার বিচার যিনি করেন তিনি হলেন স্বয়ং ঈশ্বর, যার কাছে আমি জবাবদিহি করতে বাধ্য। তিনি আমার জীবনের এমন অনেক দিক দেখেন যা আমি নিজেও দেখতে পাই না। তাই আমি এলোমেলোভাবে বলতে পারি না যে আমার কোন দোষ নেই। আমাকে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। যখন তিনি আমাকে এমন কিছু বিষয়ে আলোকিত করেন যা সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না, তখন আমি সেইসব ক্ষেত্র জয় করার চেষ্টা করতে পারি।" এটি হলো পবিত্রীকরণ।

প্রভু আমাদের একটি সহজ আদেশ দেন, "আমাকে অনুসরণ করো।" তারপর প্রভু আমাদের ক্রমবর্ধমান পবিত্রতার এক চমৎকার জীবনের পথ দেখান। হিতোপদেশ ৪:১৮ পদ বলে, "ধার্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্যান্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়।" যদি আমরা নতুন জন্ম লাভ করি, তাহলে আমরা ধার্মিক বলে ঘোষিত হবো কারণ খ্রীষ্টের ধার্মিকতা আমাদের কাছে হস্তান্তরিত হয়েছে। নতুন জন্মের এই মুহূর্তটি ভোরবেলা দিগন্তে উদিত সূর্যের মতো, অন্ধকার দূর করে। সূর্য আকাশ জুড়ে চলার সাথে সাথে ধীরে ধীরে উজ্জ্বল হতে থাকে যতক্ষণ না দুপুরে তার আদর্শ অবস্থানে পৌঁছায়, যখন এটি সবচেয়ে উজ্জ্বল থাকে। একইভাবে, যদি আমরা ধার্মিক হই, তাহলে আমাদের দিন দিন ব্যবহারিক ধার্মিকতায় আরও অগ্রগতি করা উচিত। আমাদের জীবনের সমস্ত দিন সূর্য দিগন্তে থাকা উচিত নয়। এর উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়া উচিত। ধার্মিকদের পথ ভোরের উজ্জ্বল আলোর মতো যা খ্রীষ্টের আগমন পর্যন্ত আরও উজ্জ্বলতর হয়। তখন আমরা তাঁর মতো হবো।

তিনি যখন আসবেন তখনই আমরা সম্পূর্ণরূপে তাঁর মতো হবো, কিন্তু আজ আমরা তাঁর মতো চলতে পারি। ১ যোহন ৩:২ পদে বলা হয়েছে, "প্রিয়তমেরা, আমরা এখন ঈশ্বরের সন্তান; আর কি হইব, তাহা এ পর্য্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি, তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাঁহার সমরূপ হইব; কারণ তিনি যেমন আছেন, তাঁহাকে তেমনি দেখিতে পাইব।" ১ যোহন ৩:২ পদে যে পার্থক্য করা হয়েছে তা লক্ষ্য করুন। আমরা ইতিমধ্যেই ঈশ্বরের সন্তান, কিন্তু আমরা কী হতে যাচ্ছি তা এখনও প্রকাশিত হয়নি। আমরা কেমন হবো? আমরা সম্পূর্ণরূপে প্রভু যীশুর মতো হতে যাচ্ছি। আমাদের সমস্ত চিন্তাভাবনা, কথা, কাজ, মনোভাব, উদ্দেশ্য, আমাদের অভ্যন্তরীণ জীবনের প্রতিটি ক্ষেত্র এবং আমাদের অবচেতন জীবন সহ আমাদের সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রভু যীশুর মতো হবে।

আর এটা কখন ঘটবে? যখন তিনি পুনরায় আসবেন, এবং তিনি যেমন আছেন, তাঁকে আমরা তেমনি দেখতে পাব। কিন্তু সেই দিন পর্যন্ত, আমাদের কী করা উচিত? ১ যোহন ৩:৩ পদে বলা হয়েছে যে, যদি আপনি একদিন সম্পূর্ণরূপে প্রভু যীশুর মতো হতে চান, তাহলে আপনাকে প্রতিদিন নিজেকে শুদ্ধ করতে হবে যতক্ষণ না আপনি তাঁর পবিত্রতার মানদণ্ডে পৌঁছান। এটি ১ যোহন ২:৬ পদে যা লেখা হয়েছে তার অনুরূপ, যেখানে বলা হয়েছে যে যদি আমি বলি যে আমি একজন খ্রীষ্টান, তাহলে আমাকে অবশ্যই খ্রীষ্টের মতো জীবনযাপন করতে হবে এবং তাঁর মতো চলতে হবে। তারপর একদিন, আমি তাঁর মতো হবো।

১ যোহন ২:৬ এবং ১ যোহন ৩:২ পদের মধ্যে পার্থক্য রয়েছে। ১ যোহন ২:৬ পদের বার্তা হলো যে প্রভু যীশু যে নীতি অনুসারে তাঁর পার্থিব জীবনযাপন করেছিলেন, আমাদেরও সেই নীতি অনুসারে জীবনযাপন করা উচিত এবং তাঁকে অনুসরণ করা উচিত। আমাদের অবশ্যই বস্তুগত জিনিসপত্র, পুরুষ, মহিলা, ফরীশী, ধর্মীয় ভণ্ড এবং শত্রুদের প্রতি প্রভু যীশুর মতো একই মনোভাব গ্রহণ করতে হবে। উদাহরণস্বরূপ, প্রভু যীশু তাঁর শত্রুদের জন্য প্রার্থনা করেছিলেন যারা তাঁকে ক্রুশে দিয়েছিলেন, "পিতা, তাদের ক্ষমা করুন কারণ তারা জানে না তারা কী করছে।"

পবিত্র আত্মা আমাদের প্রভু যীশুর মতো চলতে সক্ষম করবেন, কিন্তু এটি কেবল আমাদের সচেতন জীবনেই ঘটবে, যা আমাদের সমগ্র জীবনের মাত্র দশ শতাংশ। বাকি নব্বই শতাংশ লুকিয়ে আছে। ঈশ্বর আমাদের কাছে সেই লুকানো অঞ্চলটি আরও প্রকাশ করবেন যাতে আমরা সেই অঞ্চলগুলি জয় করতে পারি এবং নিজেদেরকে আরও শুদ্ধ করতে পারি। ঈশ্বর আমাদের পাপ থেকে শুদ্ধ করেন (১ যোহন ১:৭), কিন্তু আমাদের পবিত্র আত্মার শক্তির মাধ্যমে পাপ থেকে মুক্তি পেয়ে নিজেদের শুদ্ধ করার চেষ্টা করতে হবে (১ যোহন ৩:৩)।