WFTW Body: 

বাইবেল আমাদেরকে সবকিছুর জন্য, সকল পরিস্থিতিতে এবং সকল মানুষের জন্য ধন্যবাদ জানাতে বলে।

“সর্ব্বদা সর্ব্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর;” (ইফিষীয় ৫:২০)।

সর্ব্ববিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশে ঈশ্বরের ইচ্ছা” (১ থিষলনীকীয় ৫:১৮)।

“আমার সর্ব্বপ্রথম নিবেদন এই, যেন সকল মনুষ্যেরনিমিত্ত, বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়” (১ তীমথিয় ২:১)।

আমরা এটি অর্থপূর্ণভাবে করতে পারি, কেবল তখনই যখন আমরা ঈশ্বরের অসীম সার্বভৌমত্ব দেখতে পাব।

ঈশ্বর আমাদের যত্ন নেন যেমন তিনি প্রভু যীশুর যত্ন নেন। যে অনুগ্রহ প্রভু যীশুকে সাহায্য করেছিল, যে পবিত্র আত্মার শক্তি তাঁকে পরাজিত করতে সক্ষম করেছিল, তা এখন আমাদের জন্য উপলব্ধ।

যিহূদা প্রভু যীশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, পিতর তাঁকে অস্বীকার করেছিলেন, তাঁর শিষ্যরা তাঁকে ত্যাগ করেছিলেন, জনতা তাঁর বিরুদ্ধে উঠেছিল, তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হয়েছিল, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এবং ক্রুশে বিদ্ধ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবুও ক্যালভারির পথে, তিনি জনতার দিকে ফিরে বলতে পেরেছিলেন, “আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন আপন সন্তান-সন্ততিদের জন্য কাঁদ” (লূক ২৩:২৮)।

তাঁর মধ্যে নিজের প্রতি আত্ম-করুণার বিন্দুমাত্র চিহ্ন ছিল না।

তিনি জানতেন যে তিনি যে পেয়ালাটি পান করেছিলেন তা তাঁর পিতা পাঠিয়েছিলেন। যিহূদা ঈষ্করিয়তীয় ছিলেন একমাত্র বার্তাবাহক যিনি পানপাত্রটি নিয়ে এসেছিলেন। তাই তিনি যিহূদার দিকে প্রেমের সাথে তাকিয়ে তাকে “বন্ধু” বলতে পেরেছিলেন। ঈশ্বরের পূর্ণ সার্বভৌমত্বে বিশ্বাস না থাকলে আপনি তা করতে পারবেন না।

প্রভু যীশু পীলাতকে বলেছিলেন, “যদি উর্দ্ধ হইতে তোমাকে দত্ত না হইত, তবে আমার বিরুদ্ধে তোমার কোন ক্ষমতা থাকিত না” (যোহন ১৯:১১)।

এই আশ্বাসই প্রভু যীশুকে এই পৃথিবীতে একজন রাজা হিসেবে মর্যাদার সাথে চলাফেরা করতে সক্ষম করেছিল। তিনি সেই আধ্যাত্মিক মর্যাদা নিয়ে বেঁচে ছিলেন এবং সেই একই আধ্যাত্মিক মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করেছিলেন।

এখন আমাদের “প্রভু যীশুর মতো চলতে” বলা হয়েছে। তিনি যেমন পীলাতের সামনে “একটি উত্তম স্বীকারোক্তির সাক্ষ্য দিয়েছিলেন”, তেমনি আমাদেরও অবিশ্বাসী প্রজন্মের সামনে আমাদের স্বীকারোক্তি দিতে হবে।

১ তীমথিয় ৬:১৩-১৪ পদে পৌল তীমথিয়কে বলেন “সকলের জীবনদাতা ঈশ্বরের সাক্ষাতে, এবং যিনি পন্তীয় পীলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞারূপ সাক্ষ্য দিয়াছিলেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে, আমি তোমাকে এই আজ্ঞা করিতেছি, তুমি ধর্ম্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখ; প্রভু যীশু খ্রীষ্টের সেই প্রকাশপ্রাপ্তি পর্য্যন্ত”।

আমরা ইতিমধ্যেই দেখেছি, ঈশ্বর যে চূড়ান্ত মঙ্গলের জন্য কাজ করছেন তা হল আমাদের তাঁর স্বভাবের, তাঁর পবিত্রতার অংশীদার করা। তাঁর অপূর্ব সার্বভৌমত্বে, তিনি তাঁর উদ্দেশ্য পূরণের জন্য আমাদের পথ অতিক্রমকারী প্রত্যেককে ব্যবহার করেন। এই কারণেই আমরা সকল মানুষের জন্য ধন্যবাদ জানাতে পারি।

ঈশ্বর কেন সেই ঝামেলাপূর্ণ প্রতিবেশী, সেই বিরক্তিকর আত্মীয় এবং সেই অত্যাচারী মনিবকে আপনাকে ক্রমাগত হয়রানি করার অনুমতি দেন? তিনি সহজেই তাদের অন্যত্র সরিয়ে দিতে পারেন, এমনকি তাদের জীবনও কেড়ে নিতে পারেন, এবং এভাবে আপনার জীবনকে আরও আরামদায়ক করে তুলতে পারেন। কিন্তু তিনি এমন কিছু করেন না। কেন? কারণ তিনি আপনাকে পবিত্র করার জন্য তাদের ব্যবহার করতে চান। এমনকি তিনি তাদের রক্ষা করতেও চাইতে পারেন - আপনার মাধ্যমে।