WFTW Body: 

যোনা ৩:১ পদে এটি লেখা আছে "পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য যোনার কাছে উপস্থিত হইল"। প্রভুর মহিমা হোক যে আমরা একবার ব্যর্থ হলে, প্রভু আমাদেরকে দ্বিতীয় সুযোগ দেন। এটি যোনার পুস্তক থেকে আমাদের কাছে উপস্থিত একটি মহান বার্তা। আপনি কি প্রভুতে (জীবন যাপনে) ব্যর্থ হয়েছেন? ঈশ্বর আপনাকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আপনি কি তাঁকে দ্বিতীয়বার ব্যর্থ করেছেন? তিনি আপনাকে তৃতীয় সুযোগ দেবেন। তিনি কেবল দ্বিতীয় সুযোগের ঈশ্বর নন - কারণ আমাদের মধ্যে অনেকেই আমাদের দ্বিতীয় সুযোগটি অনেক আগেই উড়িয়ে (নষ্ট করে) দিয়েছি। তিনি আরেকটি সুযোগ দেওয়ার ঈশ্বর, আপনি যতবারই ব্যর্থ হোন না কেন! প্রভু আপনাকে এখনও পুনরুদ্ধার করতে পারেন এবং আপনাকে তাঁর জন্য একটি সেবাকার্য সম্পন্ন করতে সক্ষম হবেন, যদি আপনি সমগ্র হৃদয় থেকে অনুতাপ করেন।

যোনাকে সেই বিশাল শহরের মধ্য দিয়ে ভ্রমণ করতে তিন দিন লেগেছিল, প্রতিটি রাস্তায় ঘোষণা করেছিলেন যে আর চল্লিশ দিনের মধ্যে নীনবী ধ্বংস (উৎপাটিত) হবে। আশ্চর্যজনকভাবে, নীনবীর লোকেরা অবিলম্বে অনুতপ্ত হয়েছিল। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং দ্রুততম পুনর্জাগরণ। এখানে যে বিষয়গুলো আমাকে উৎসাহিত করে তা হলো, নীনবীর মতো দুষ্ট শহর যখন অনুতপ্ত হয়েছিল, তখনও ঈশ্বর দয়ালু ছিলেন। ঈশ্বর জানতেন যে কয়েক বছর পরে, শহরটি এতটাই পাপময় হবে যে তাঁকে এটিকে ধ্বংস করতে হবে। কিন্তু ঈশ্বর সকলের সাথে তারা এখন যেমন সেই মতো আচরণ করেন - তবে তারা অতীতে কেমন ছিল বা ভবিষ্যতে কেমন হবে সেই মতো আচরণ করেন না। তাঁর নাম হচ্ছে "আমি", তা "আমি ছিলাম" বা "আমি হবো" এমন নয়। ঈশ্বর আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু।

যখন ঈশ্বর নীনবীর প্রতি করুণা করেছিলেন, তখন কেউ ভেবেছিল যে যোনা হয় তো উদ্দীপিত হবেন। কিন্তু তিনি তেমন ছিলেন না। যোনাকে শিক্ষা দেওয়ার জন্য সদাপ্রভু একটি গাছ তার মাথার উপরে ছায়া দেওয়ার জন্য বড় হতে দিয়েছিলেন (যোনা ৪:৬)। যোনা গাছটির জন্য খুব আহ্লাদিত হয়েছিলেন। কিন্তু পরের দিন ঈশ্বর গাছটিকে দংশন করার জন্য একটি কীট নিরূপণ করে ছিলেন এবং সেটি শুকিয়ে গেল। যোনা আবার খুব ক্রোধ করলেন কারণ রৌদ্রের আঘাত তার উপরে হচ্ছিল এবং তিনি বলেছিলেন, "আমার জীবন অপেক্ষা মরণ ভাল"। তখন ঈশ্বর যোনাকে বললেন, "ইহা (গাছটি) এক রাত্রিতে উৎপন্ন ও এক রাত্রিতে উচ্ছিন্ন হইল, তথাপি তুমি ইহার প্রতি দয়ার্দ্র হইয়াছ। তবে আমি কি নীনবীর প্রতি, ঐ মহা নগরের প্রতি দয়ার্দ্র হইব না? তথায় এমন এক লক্ষ বিংশতি সহস্রের অধিক মনুষ্য আছে, যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না; আর অনেক পশুও আছে" (যোনা ৪:১০-১১)।

যোনা ৪:১১ পদে - আমরা পুরাতন নয়মের অন্য যেকোন পদের চেয়ে অধিক - হারিয়ে যাওয়া আত্মার প্রতি ঈশ্বরের অসাধারণ করুণা দেখতে পাই। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দান করলেন, যেন কেউ বিনষ্ট না হয়। যোনা এই বিষয়ে একপ্রকার ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় আসতে পারেননি। আজকেও অনেক প্রচারক আছেন যারা প্রচার করেন এবং পুনর্জাগরণের পথ দেখান (যেমন যোনা করেছিলেন), কিন্তু তাঁরা যোনার মতোই, ঈশ্বরের করুণাময় হৃদয়ের সাথে সহভাগিতায় নেন। এই ধরনের প্রচারকরা ঈশ্বর যেমনটি চান সেইভাবে তাদের সেবাকার্য সম্পূর্ণ করেন না। আপনি প্রচার করতে পারেন এবং মানুষকে বাঁচাতে পারেন; এবং তবুও সব শেষে, যোনার মতো, ঈশ্বরের সাথে আপনার কোন সহভাগিতা নাও থাকতে পারে। একটি সুসমাচার প্রচার সেবাকার্যের সঠিক ভিত্তি হলো ঈশ্বরের হৃদয়ের সাথে সহভাগিতা। যাদের কাছে জ্যোতি নেই তাদের জন্য ঈশ্বরের এত বড় মমতা আছে। বাইবেল বলছে ঈশ্বর চান সমস্ত মানুষ অনুতাপ করুক, রক্ষা পাক এবং সত্যের জ্ঞানে আসুক (১তীমথিয় ২:৪)। এটাই তাঁর আকাঙ্ক্ষা। আমরা যতই ঈশ্বরের হৃদয়ের সাথে সহভাগিতায় আসি, ততই আমরা তার বোঝা ভাগ করে নেব। ঈশ্বর যদি আপনাকে একজন সুসমাচার প্রচারক হিসেবে আহ্বান করে থাকেন, তাহলে তিনি আপনাকে হারিয়ে যাওয়া আত্মার জন্য সমবেদনা দেবেন। যদি ঈশ্বর আপনাকে শিক্ষক হওয়ার জন্য আহ্বান করে থাকেন, তাহলে তিনি আপনাকে সেই বিশ্বাসীদের প্রতি সমবেদনা দেবেন যারা অন্ধ এবং প্রতারিত, যারা বিজয়ী জীবনে প্রবেশ করছে না। যদি আমরা আমাদের সেবাকার্য সাফল্যের সাথে সম্পন্ন করতে চাই, তাহলে তাঁর সমবেদনা ভাগ করে নেওয়ার মাধ্যমে ঈশ্বরের হৃদয়ের সাথে সহভাগিতা অপরিহার্য।