WFTW Body: 

খ্রীষ্টীয়ধর্মের প্রথম ৩০০ বছর ধরে প্রায় সমস্ত খ্রীষ্টানরা খ্রীষ্টান-বিরোধী শাসকদের অধীনে বাস করত যারা প্রায়শই তাঁদের উপর নির্যাতন চালাত এবং তাঁদের অনেককে হত্যা করত। ঈশ্বর, তাঁর মহান প্রজ্ঞায়, তাঁর গৌরব অর্জনের জন্য, তাঁর সন্তানদের উপর অত্যাচার করার জন্য লোকেদের অনুমতি দিয়েছিলেন। আজও, ঈশ্বর তাঁর শ্রেষ্ট কিছু সন্তানদের এমন সরকারের অধীনে থাকতে অনুমতি দিয়েছেন যারা তাঁদের নির্যাতন করেন। মণ্ডলী সর্বদা অত্যাচারের মধ্যেই উন্নত হয়েছে। তবে মণ্ডলী যেখানেই স্বাচ্ছন্দ্য, আরাম এবং বৈষয়িক সমৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করে, বেশিরভাগ ক্ষেত্রেই সেটি জাগতিক হয়ে উঠেছে। যতক্ষণ আমরা পৃথিবীতে আছি ততক্ষণ আমরা দুর্দশা, তাড়না ও পরীক্ষার মুখোমুখি হব। সুতরাং আমরা আমাদের যুগের শেষের দিকে যেমন এগিয়ে যাই - আমাদের কর্মস্থলে বা আমাদের ব্যক্তিগত জীবনে - আমাদের কোনও সহজ সময় আশা করা উচিৎ নয়।

আর্থিক সঙ্কটের দিন আসবে। সুতরাং আমাদের অবশ্যই এখন থেকেই সাধারনভাবে জীবনযাপন করতে শিখতে হবে। যারা বিলাসবহুল জীবনযাপন করেন তাদের জন্য আগামী দিনগুলি খুবই কঠিন হয়ে উঠবে। ভবিষ্যতের জন্য অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই বিচক্ষণ হতে হবে, যাতে আমাদের অন্যের উপর নির্ভর করতে না হয়। তবে আমাদের সঞ্চয়ের উপরে আমাদের বিশ্বাস রাখা উচিৎ নয়, কেবল তা একমাত্র প্রভুর উপরেই হওয়া উচিৎ। ঈশ্বর হলেন স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর এবং তিনি আমাদেরকে কোনও সৃষ্ট কিছুর উপরে আস্থা রাখতে অনুমতি দেবেন না। ঈশ্বর বিশ্বের আর্থিক ব্যবস্থাগুলিকে আলোড়িত করে দেবেন, আর যারা সৃষ্ট বস্তুর উপর আস্থা রাখে তারাও আলোড়িত হয়ে উঠবে। প্রভু যীশু যেমন বলেছেন, তেমনি আমরা দেখব যে ভাইয়েরা ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং আমাদের পরিবারের সদস্যরা আমাদের শত্রু হয়ে উঠবে (মথি ১০:২১)। অফিস এবং কারখানায় বিশ্বাসীদের উপরে সক্রিয় নির্যাতন থাকবে। এই সমস্ত আমাদেরকে পবিত্র করবে এবং আমাদের আরও ভাল খ্রীষ্টীয় বিশ্বাসী হিসাবে গড়ে তুলবে। ১ পিতর ৩:১৩ পদ বলেছে যে আমরা সর্বদা সদাচরণ করতে চাইলে কেউ আমাদের ক্ষতি করতে পারে না। সুতরাং আমাদের অবশ্যই ঈশ্বরের অনুগ্রহে প্রত্যেকের মঙ্গল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। যারা আমাদের ঘৃণা করে তাদেরকে অবশ্যই আমাদের ভালবাসতে হবে, যারা আমাদেরকে অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করতে হবে এবং যারা আমাদের উপর অত্যাচার করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে সক্ষম হবে না। শয়তান এবং তার প্রতিনিধিরা হয়তো আমাদের প্রতারণা করতে পারে, আমাদের ঝামেলায় ফেলতে পারে, আমাদের হয়রানি করতে পারে, আমাদের লুট করতে পারে, আহত করতে পারে, আমাদের বন্দী করতে পারে এবং এমনকি আমাদের দেহকে হত্যা করতে পারে। কিন্তু তারা কখনই আমাদের আধ্যাত্মিক ক্ষতি করতে সক্ষম হবে না।

আমাদের অবশ্যই বিশ্বব্যাপী খ্রীষ্টানদের আগামী দিনে তাঁদের বিশ্বাসের জন্য নির্যাতনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করতে হবে। এমন দিনের জন্য আমাদের প্রভু আমাদেরকে চারটি আদেশ দিয়েছেন:

১. "সর্পের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও" (মথি ১০:১৬)।

আমাদের সাক্ষ্যদানের ক্ষেত্রে আমাদের বোকা হওয়া উচিত নয়, তবে বুদ্ধিমান হতে হবে। আমরা যেখানে বাস করি এবং আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের জীবন অবশ্যই খ্রীষ্টের পক্ষে কথা বলবে। প্রভুর পক্ষে আমাদের সাক্ষ্য হিসাবে, আমাদের অবশ্যই এটি স্পষ্ট করে দিতে হবে যে আমরা একজন ব্যক্তি - প্রভু যীশু খ্রীষ্টের কথা বলছি - এবং তবে খ্রীষ্টান ধর্ম অন্য ধর্মের চেয়ে উচ্চতর সেই বিষয়ে নয়। প্রভু যীশু লোকদের নিজের দিকে আকর্ষণ করবেন যখন তিনি উচ্চীকৃত হবেন (যোহন ১২:৩২)। আমাদের অবশ্যই সতর্ক হতে হবে, সেই সব অ-খ্রীষ্টান গুপ্তচরদের চিহ্নিত করার জন্য যারা খ্রীষ্টীয়ধর্মের প্রতি আগ্রহী হওয়ার ভান করে, যখন তাদের আসল উদ্দেশ্য হতে পারে আমাদের কিছু ব্যবহৃত বাক্যের ভিত্তিতে আমাদের অভিযুক্ত করে আদালতে নিয়ে যাওয়া "জোর করে তাদের রূপান্তর করার চেষ্টার" অভিযোগে। সুতরাং আমাদের অবশ্যই বুদ্ধিমান এবং প্রেমময় হতে হবে - যেমন প্রভু যীশু ছিলেন: (ক) " যীশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না, কেননা মনুষ্যের অন্তরে কি আছে, তাহা তিনি আপনি জানিতেন " (যোহন ২:২৩-২৫)। সবাইকে চিনে নিন। (খ) " যিহূদীগণ তাঁহাকে বধ করিবার চেষ্টা করায় যীশু যিহূদিয়াতে ভ্রমণ করিতে ইচ্ছা করিলেন না " (যোহন ৭:১)। অপ্রয়োজনীয় বিপদ এড়িয়ে চলুন। (গ) " যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও" (মথি ৫:৪৪)। ভাল হোন - এবং অন্যরা মন্দ এই কারণে মন্দ হয়ে উঠবেন না।

২. "ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে" (মথি ৪:৪)।

তাড়নার সময়ে, সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রয়োজনটি হলো ঈশ্বর আমাদের হৃদয়ে যে কথা বলছেন তার প্রতি সংবেদনশীল হওয়া । আমাদের অবশ্যই সারা দিন ঈশ্বরের প্রতি শ্রবণের মনোভাব গড়ে তুলতে অভ্যাস করতে হবে। ঈশ্বরের কাছ থেকে আমরা যে বাক্যটি শুনি তা অবশ্যই বিশ্বাস করা উচিৎ এবং তা মান্য করা উচিৎ। অন্যথায় এর কোনও মূল্য নেই। সুতরাং আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্যে (বিশেষত নূতন নিয়মের) আরও বেশি করে ধ্যান করতে হবে - কেবলমাত্র এভাবেই আমরা ঈশ্বরের ধ্বনিকে চিনতে সক্ষম হবো। এবং তারপরে আমাদের অবশ্যই " বিশ্বাস এবং আজ্ঞাপালন" করতে পারব।

৩. "আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম কর। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য" (যোহন ১৩:৩৪, ৩৫)।

আমাদের বাড়িতে এবং আমাদের মণ্ডলী উভয় জায়গায়, আমাদের অবশ্যই একে অপরের বিরুদ্ধে সমস্ত বিচার করা, একে অপরের বিরুদ্ধে পেছনে চর্চ্চা করা, একে অপরের সাথে ঝগড়া করা এবং একে অপরের প্রতি সমস্ত সন্দেহ করা বন্ধ করতে হবে। বিচক্ষণতা হলো একটি ঐশ্বরিক গুণ, তবে সন্দেহ হলো একটি শয়তানী গুণ। এখন সময় হলো আমাদের জীবনে পাপ এবং শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করার। এখন সময় এসেছে সক্রিয়ভাবে আমাদের বিবাহিত সহভাগীকে ভালবাসা এবং আমাদের সহযোগী বিশ্বাসীদের ভালবাসা।

৪. "জগতে তোমরা ক্লেশ পাইতেছ; কিন্তু সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি" (যোহন ১৬:৩৩)।

ঈশ্বর সিংহাসনে উপবিষ্ট আছেন এবং তিনি কখনও তাঁর নিজের লোকেদের ত্যাগ করবেন না। শয়তান ২০০০ বছর আগে পরাজিত হয়েছে। আমরা ঈশ্বরের চক্ষুর তারা এবং তাই তিনি আমাদের চারপাশে অগ্নিময় প্রাচীরস্বরূপ হয়ে উঠবেন (সখরিয় ২:৫, ৮)। যে কোন অস্ত্র আমাদের বিপক্ষে গঠিত হয় তা সার্থক হবে না (যিশাইয় ৫৪:১৭)। সুতরাং আমাদের "যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাকি, কারণ তিনিই বলিয়াছেন, 'আমি কোন ক্রমে তোমাকে ছড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না'। অতএব আমরা সাহসপূর্ব্বক বলিতে পারি, 'প্রভু আমার সহায়, আমি ভয় করিব না; মনুষ্য আমার কি করিবে?'" (ইব্রীয় ১৩:৫, ৬)।

আসুন আমরাও প্রার্থনা করি, "শীঘ্র আসুন, প্রভু যীশু" (প্রকাশিত বাক্য ২২:২০)।