লিখেছেন :   জ্যাক পুনেন বিভাগগুলি :   ঈশ্বরকে জানা শিষ্য
WFTW Body: 

অনেক মানুষ তাদের পাপ ক্ষমা হয়েছে বলে খুশি হয়, আর এইটুকুই। এই ধরনের লোকেরা প্রভু যীশুকে তাদের ত্রাণকর্তা হিসেবে জানে না; তারা তাঁকে তাদের ক্ষমাকারী হিসেবে জানে।

আমাদের ক্রোধ এবং লালসাপূর্ণ চিন্তাভাবনার মতো পাপগুলো সাবধানতার সাথে বিবেচনা করা উচিত, যাতে আমরা কেবল তাদের গম্ভীরতা দেখতে না পাই, বরং আমরা বুঝতে পারি কীভাবে আমরা এগুলি কাটিয়ে উঠতে পারি। তাদের গম্ভীরতা এই সত্য দ্বারা দেখা যায় যে পর্বতে দত্ত উপদেশে এই দুটি পাপই কেবল একজন মানুষের নরকে যাওয়ার সম্ভাবনার সাথে যুক্ত ছিল। আমার পর্যবেক্ষণ হল যে ৯৯% খ্রীষ্টান মনে করেন না যে ক্রোধ খুব গুরুতর পাপ। তারা অবশ্যই মনে করে না যে ক্রোধ তাদেরকে নরকে নিয়ে যেতে পারে। তাই তারা মথি ৫:২২ পদে প্রভু যীশু যা বলেছেন তা আসলে বিশ্বাস করেন না। যদি তারা প্রভু যীশু যা বলেছেন তা বিশ্বাস না করেন তবে তারা কেমন ধরণের খ্রীষ্টান? তিনি ক্রোধ সম্পর্কে যা বলেছেন তা কি আপনি বিশ্বাস করেন? নাকি আপনি মনোবিজ্ঞানীদের বিশ্বাস করেন? মনোবিজ্ঞানীরা আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারবেন না। একইভাবে, ৯৯% খ্রীষ্টান সত্যিই বিশ্বাস করেন না যে আপনার চোখ দিয়ে নারীর প্রতি লালসা আপনাকে নরকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট গুরুতর। বেশিরভাগ মানুষ এটিকে মোটেও গুরুত্ব সহকারে নেয় না, যা প্রমাণ করে যে শয়তান পাপকে এত হালকা, গুরুত্বহীন জিনিস করে তুলেছে।

এইডস বা ক্যান্সারের মতো মারাত্মক রোগের কথা ভাবুন: কতজন মানুষ এইডস বা ক্যান্সারে আক্রান্ত হওয়াকে হালকাভাবে নেবে? এই ধরনের রোগগুলি কী করতে পারে সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ লোকেরাই কেবল এটি করতে পারে। যদি আপনি কোন প্রত্যন্ত গ্রামের একজন নিরক্ষর, দরিদ্র মহিলাকে বলেন যে তার ক্যান্সার হয়েছে, তাহলে তিনি বিরক্ত হবেন না, কারণ তিনি জানেন না যে ক্যান্সার কী। অন্যদিকে, একজন শিক্ষিত ব্যক্তি যদি ডাক্তার তাকে বলেন যে ক্যান্সার তার শরীরের ভিতরে ছড়িয়ে পড়েছে, তাহলে তিনি খুব বিরক্ত হবেন। কেন তিনি বিরক্ত হবেন? কারণ তিনি ক্যান্সারের বিপদ দেখতে পান।

ঠিক একইভাবে, যখন আপনি আধ্যাত্মিকভাবে নিরক্ষর থাকেন, তখন আপনি ক্রোধকে গুরুতর পাপ মনে করেন না। যখন আপনি আধ্যাত্মিকভাবে নিরক্ষর থাকেন, তখন আপনি নারীর প্রতি লালসাকে গুরুতর পাপ মনে করেন না। এটা আপনার আধ্যাত্মিক নিরক্ষরতার লক্ষণ, ঠিক যেমন সেই নিরক্ষর মহিলাটি জানেন না ক্যান্সার কতটা গুরুতর। একইভাবে, যে ব্যক্তি আধ্যাত্মিকভাবে শিক্ষিত তিনি এই পাপগুলিকে খুব গুরুত্ব সহকারে নেবেন। তাকে ঈশ্বরের বাক্য বলারও প্রয়োজন নেই, কারণ তিনি সহজাতভাবেই জানেন যে এগুলো গুরুতর পাপ, কারণ একজন অন্যকে কষ্ট দেয়, আর অন্যজন নিজেকে কষ্ট দেয়। তাই আমাদের এই পাপগুলোকে আরও মনোযোগ সহকারে দেখা উচিত এবং জিজ্ঞাসা করা উচিত যে আমরা কীভাবে এগুলো কাটিয়ে উঠতে পারি।

মথি ১ পদে যখন দূত যোষেফের কাছে এসেছিলেন, তখন তিনি নতুন নিয়মের প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন। মথি ১:২১ পদে বলা হয়েছে, “যীশু তাঁর প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন।” ‘যীশু’ নামের অর্থ এটাই। যারা যীশুর নাম ব্যবহার করেন তাদের অনেকেই জানেন না যে তাঁর নামের অর্থ কী। মথি ১:২১ পদে বলা হয়েছে যে “যীশু” নামের অর্থ “যিনি তাঁর প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন।”

ক্রোধ এবং যৌন লালসাপূর্ণ চিন্তাভাবনার ক্ষেত্রে আমাদের পাপ থেকে রক্ষা পাওয়া এবং আমাদের পাপের ক্ষমা পাওয়ার মধ্যে পার্থক্য কী?

যদি আপনি পাপপূর্ণভাবে ক্রোধ করেন, এবং তারপর অনুতপ্ত হন এবং প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তিনি আপনাকে ক্ষমা করবেন। আর আগামীকাল, যদি আপনি আবার পাপপূর্ণভাবে ক্রোধ করেন এবং প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তিনি আপনাকে ক্ষমা করবেন। আর পরের সপ্তাহে, যদি আপনি একই কাজ করেন, আর আপনি তাঁর কাছে ক্ষমা চান, তাহলে তিনি আপনাকে ক্ষমা করবেন। একইভাবে, যদি আপনি আপনার চোখ দিয়ে কোন নারীর প্রতি যৌন লালসা করেন এবং বুঝতে পারেন যে এটা পাপ, আর আপনি প্রভুর কাছে ক্ষমা চান, তাহলে তিনি আপনাকে ক্ষমা করবেন। আর যদি আপনি আগামীকাল আবার তা করেন, আর আপনি তাঁর কাছে ক্ষমা চান, তাহলে তিনি আপনাকে ক্ষমা করবেন। আপনি ইন্টারনেটের দিকে ঝুঁকে পড়েন এবং পর্নোগ্রাফি দেখেন, আর আপনি প্রভুর কাছে ক্ষমা চান, আর তিনি আপনাকে ক্ষমা করবেন।

কিন্তু আপনি কি এই পাপগুলো থেকে রক্ষা পেয়েছেন? না। আপনাকে কি ক্ষমা করা হয়েছে? হ্যাঁ। আপনার জীবনের ধরণ হলো পাপ করা, প্রভুর কাছে ক্ষমা চাওয়া, আবার পাপ করা, এবং প্রভুর কাছে আবার ক্ষমা চাওয়া। এটা একটা অন্তহীন চক্র। আপনাকে কি ক্ষমা করা হয়েছে? হ্যাঁ! আপনি হয়তো হাজার বার পাপ করেছেন, এবং আপনার সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে, কিন্তু আপনি কি আপনার পাপ থেকে রক্ষা পেয়েছেন? না, কারণ আপনি এটা করতে থাকেন! এটা অনেকটা গর্ত থেকে বেরিয়ে আবার গর্তে পড়ার মতো; আপনি কাউকে বললেন আপনাকে টেনে বের করতে, সে আপনাকে টেনে বের করে দেবে, আর আগামীকাল আপনি আবার গর্তে পড়বেন। যতবার আপনি কাউকে আপনাকে টেনে বের করতে বলবেন, আপনি আবার গর্তে পড়বেন। এটা কখন শেষ হবে?

প্রভু যীশু এখন পর্যন্ত আপনার জন্য কী করেছেন? প্রভু যীশু আপনাকে ক্ষমা করেছেন। তারপর সৎভাবে বলুন, “আমি প্রভু যীশুকে আমার ক্ষমাকারী হিসেবে জানি, কিন্তু আমি তাঁকে আমার ত্রাণকর্তা হিসেবে জানি না। আমি তাঁকে আমার পাপ ক্ষমাকারী হিসেবে জানি, কিন্তু আমার পাপ থেকে আমাকে রক্ষাকারী হিসেবে নয়।” আমাদের সৎ হতে হবে। যদি আমরা নিজেদের সাথে অসৎ হই, তাহলে আমরা কখনই বাইবেল আমাদের যা প্রতিশ্রুতি দেয় তার পূর্ণতা লাভ করতে পারব না। ঈশ্বর সৎ মানুষকে ভালোবাসেন। আমি আপনাকে ঈশ্বরের সামনে সৎ থাকতে উৎসাহিত করি, এবং আপনার হৃদয় থেকে সৎভাবে তাঁকে বলুন, “প্রভু যীশু, আমি কেবল আপনাকেই আমার ক্ষমাশীল হিসেবে জানি। আমি আপনাকে আমার ত্রাণকর্তা হিসেবে জানি না।”

একটি শাখা যদি গাছের সাথে যুক্ত না থাকে তাহলে ফল ধরতে পারে না, এবং প্রতিটি ডাল ৫০ বছর ধরে সেই গাছে থাকার পর তার গাছকে বলতে পারে, “তুমি ছাড়া আমি কোন ফল ধারণ করতে পারব না; কিন্তু আমি যদি তোমার মধ্যে থাকি, তাহলে ফল উৎপাদন করা প্রায় অনায়াসেই সম্ভব।” আপনার কি মনে হয় কোন শাখা সমস্যায় পড়ছে? একটি আমগাছের দিকে তাকান: সেই শাখাটি কি আম উৎপাদনের জন্য লড়াই করছে? না। কিন্তু যদি আপনি সেই গাছের শাখাটি কেটে ফেলেন, এমনকি যদি এটি ৫০ বছর ধরে আম উৎপাদন করে, তবুও এটি তৎক্ষণাৎ উৎপাদন বন্ধ করে দেয়, কারণ এটি শুকিয়ে যায়। যতক্ষণ এটি গাছে থাকে, ততক্ষণ গাছের রস প্রবাহিত হয় এবং এভাবেই আম উৎপন্ন হয়। পাপকে জয় করার নীতি এটাই এবং প্রতিটি দেশে প্রতিটি শিষ্যকে আমাদের এটাই শেখানো উচিত।

প্রিয় বন্ধুরা, তোমাদের বুঝতে হবে যে খ্রীষ্ট ছাড়া তোমরা কোন পাপকে জয় করতে পারবে না। অবশ্যই তোমরা বাহ্যিক পাপকে জয় করতে পারবে। কিন্তু এতে কী প্রমাণিত হয়? পৃথিবীতে অসংখ্য নাস্তিক আছে যারা কাউকে খুন করে না, এমনকি শারীরিকভাবে ব্যভিচারও করে না। বাইরের অংশ পরিষ্কার রাখতে হলে তোমাদের যীশু খ্রীষ্টের প্রয়োজন নেই; তোমাদের কেবল একজন ভালো ফরীশী হতে হবে। অ-খ্রীষ্টানরা, এমনকি নাস্তিকরাও আছে, যারা কখনও প্রতারণা করে না, যারা সৎ, এবং যাদের বাহ্যিক জীবন খুবই ন্যায়পরায়ণ; কিন্তু যখন অভ্যন্তরীণ জীবনের কথা আসে, তখন তারা ভেতরে কলুষিত। অভ্যন্তরীণ ন্যায়পরায়ণতা আত্মনিয়ন্ত্রণের চেয়েও বেশি কিছু। যোগের শক্তি দিয়ে তুমি বাইরে ক্রোধ প্রকাশ করা থেকে বিরত থাকতে পারো, কিন্তু এটি মুক্তি নয়। এটি কেবল বোতলটি শক্ত করে বন্ধ করে দেওয়া যাতে বিষ ভিতরে থাকে; এটি এখনও তোমাকে ধ্বংস করে। এটি খ্রীষ্টের দেওয়া মুক্তি নয়।

খ্রীষ্ট ভেতরের ক্রোধ থেকে মুক্তি প্রদান করেন। আমি বোতলটি খুলতে পারি, এবং সেখানে কোনও বিষ নেই। যদি আপনি আমার হৃদয়ের ভিতরে তাকান, সেখানে কোনও ক্রোধ নেই; আমি খুব বেশি প্রচেষ্টা করে আমার মুখ বন্ধ রাখার এবং আমার মেজাজ না হারানোর চেষ্টা করছি - এটি যোগব্যায়াম, তবে এটি ক্রোধ থেকে মুক্তি নয়। ক্রোধ থেকে মুক্তি হল সেই জায়গা যেখানে খ্রীষ্ট আমাদের হৃদয়ের ভেতরের ক্রোধ থেকে মুক্তি দেন। এটি সম্পূর্ণরূপে চলে যায়, এবং যদি আপনি এমন একটি হৃদয়ের ভিতরে তাকান, সেখানে কোনও ক্রোধ নেই। যদি আপনি সেই হৃদয়ের ভিতরে তাকান, তবে সেখানে কোনও নারীর প্রতি লালসা নেই। কেবল প্রভু যীশুই তা করতে পারেন।