WFTW Body: 

পৌল ২ করিন্থীয় ২:১৪ পদে বলেছেন, "ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিগকে লইয়া খ্রীষ্টে বিজয়-যাত্রা করেন"। লিভিং বাইবেল এটিকে ভাষান্তর করে যে, "ঈশ্বরকে ধন্যবাদ! কারণ খ্রীষ্ট যা করেছেন, তিনি আমাদের উপর বিজয়ী হয়েছেন"। তাই ঈশ্বরকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হতে হবে, যাতে আমরা বিজয়ী হয়ে জীবন-যাপন করতে পারি।

একদিন প্রতিটি জানু পাতিত হবে এবং স্বীকার করবে যে যীশু খ্রীষ্টই প্রভু (ফিলিপীয় ২:১০, ১১)। কিন্তু এই মুহুর্তে, আপনার মাংসের মধ্যে প্রতিটি ইচ্ছার জানুকে নত করতে হবে যে যীশু খ্রীষ্টই প্রভু। যে লালসাগুলি আপনার উপর কর্তিত্ব করে সেগুলিকে নত জানু করে স্বীকার করতে হবে যে যীশু আপনার দেহের কর্তা।

"আমি যখন তোমার মধ্য হইতে ধার্মিক ও দুষ্ট লোককে উচ্ছিন্ন করিব, তখন আমার খড়্‌গ কোষ হইতে বাহির হইয়া দক্ষিণ অবধি উত্তর পর্য্যন্ত সমস্ত প্রাণীর বিরুদ্ধে যাইবে। তাহাতে সমস্ত প্রাণী জানিবে যে, আমি সদাপ্রভু কোষ হইতে আপন খড়্‌গ বাহির করিয়াছি, তাহা আর ফিরিবে না" (যিহিষ্কেল ২১:৪, ৫)।

ঈশ্বর যে লক্ষ্যের উদ্দেশে কাজ করে চলেছেন তা হলো "যীশু খ্রীষ্ট যেন সর্ব্ববিষয়ে অগ্রগণ্য হোন" (কলসীয় ১:১৮)। আপনিও যদি এটিকে আপনার লক্ষ্য রূপে স্থির করেন, তবে আপনি আপনার জীবনে এবং তাঁর জন্য আপনার সাক্ষ্যের ক্ষেত্রে সর্বদা ঈশ্বরের সাহায্য প্রাপ্ত হওয়ার জন্য আস্থা রাখতে পারেন।

আপনি যেভাবে আপনার সময় এবং আপনার অর্থ ব্যয় করেন, আপনি যে বইগুলি পড়েন, আপনি যে সঙ্গীত শোনেন, আপনি যে টিভি অনুষ্ঠানগুলি দেখেন, আপনি যে বন্ধুদের সাথে সঙ্গ রাখেন, আপনার বাক্যে, সবকিছুতে খ্রীষ্টকে অবশ্যই প্রথম স্থান দিতে হবে। যীশুকে সকল বিষয়ে প্রভু বানানোর অর্থ এটাই। তবেই আপনি বলতে পারবেন যে, ঈশ্বর সর্বক্ষেত্রে আপনার উপর বিজয়ী হয়েছেন। এটা রাতারাতি ঘটতে পারে এমন কিছু নয়। তবে এটিকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য রূপে নির্ধারন করুন এবং এটির লক্ষে কার্য করে যান। তারপরে আপনি দিনের পর দিন এবং বছরের পর বছর সেই লক্ষ্যের আরও কাছে আসবেন।

যীশু ছিলেন ঈশ্বরের মেষশাবক যিনি বিশ্বের পাপ বহন করেছিলেন। এখন আমাদেরকে "বধ্য মেষের ন্যায় গণিত" (রোমীয় ৮:৩৬) হতে বলা হয়, অন্যরা আমাদের বিরুদ্ধে যে পাপ করে তা বহন করার মাধ্যমে। কাঠ এবং আগুন (আমাদের জীবনের পরিস্থিতি) সবই প্রস্তুত, মোরিয়া পর্বতের মতো। কিন্তু প্রশ্নটি হলো (যেমন ইস্‌হাক তার পিতাকে জিজ্ঞাসা করেছিল) হল, "মেষশাবক কোথায়" (আদিপুস্তক ২২:৭)? উত্তরটা হলো "তোমাকে সেই মেষশাবক হতে হবে"।