প্রভু যীশু মানুষকে ঘৃণা করার ভুল মনোভাবের কথা বলেছেন। "তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, 'তোমার প্রতিবেশীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দ্বেষ করিবে'" (মথি ৫:৪৩)। পুরাতন নিয়মে ইস্রায়েলীয়রা কনানীয়দের ঘৃণা করত, তারা পলেষ্টীয়দের ঘৃণা করত, তারা ইমোরীয়দের, মোয়াবীয়দের ঘৃণা করত। তারা তাদের ধ্বংস করতে ইচ্ছা করেছিল। কিন্তু প্রভু যীশু এখন বলছেন, "আমি তোমাদের বলছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও।" বছরের পর বছর ধরে ঈশ্বর কি পরিবর্তিত হয়েছেন? না। মানুষের এখন যীশু খ্রীষ্টের মতো জীবনযাপন করার সম্ভাবনা বেশি। পুরাতন নিয়মে প্রভু যীশুর মতো জীবনযাপন করার ক্ষমতা তাদের ছিল না। পবিত্র আত্মা ছাড়া ঈশ্বর যেভাবে চান, শত্রুদের সত্যিকার অর্থে প্রেম করা অসম্ভব। একজন অত্যন্ত দয়ালু ব্যক্তি হিসেবে সম্মান পাওয়ার জন্য আপনি হয়তো আপনার শত্রুকে প্রেম করবেন, কিন্তু ঈশ্বরের গৌরবের জন্য আপনার শত্রুকে প্রেম করার কী আছে? কেবলমাত্র পবিত্র আত্মায় পরিপূর্ণ ব্যক্তিই তা করতে পারেন। "তাই আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও।"
মনে রাখবেন যে এই আদেশগুলি আমাদের সারা বিশ্বের প্রতিটি বিশ্বাসীকে শেখানোর কথা যারা তাঁর শিষ্য। যদি আমি একটি মণ্ডলী তৈরি করতে চাই, তাহলে আমাকে এমন একটি মণ্ডলী তৈরি করতে হবে যেখানে সেই মণ্ডলীর প্রতিটি ব্যক্তি তার প্রতিটি শত্রুকে প্রেম করবে। যদি তার দশজন শত্রু থাকে এবং সে তাদের মধ্যে নয়জনকে প্রেম করে, তাহলে সে সেই আজ্ঞা পালন করেনি। প্রভু যীশু বলেছিলেন, "তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও" (মথি ২৮:১৯-২০)। অন্য কথায়, আমাকে প্রথমে নিজেকে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে, এবং সেই কারণেই ঈশ্বরের প্রতিটি দাসকে তার জীবনে শত্রুদের মুখোমুখি হওয়ার অনুমতি দেওয়া হয় - যাতে তিনি তাদের প্রেম করতে শিখতে পারেন। এভাবেই তিনি অন্যদের তাদের শত্রুদের প্রেম করতে শেখাতে পারেন।
এই কারণেই ঈশ্বরের প্রতিটি প্রকৃত দাসকে তাড়নার মুখোমুখি হতে হয় - কারণ কেবলমাত্র তখনই তিনি শিখতে পারে যে কীভাবে তাকে তাড়নাকারীদের জন্য প্রার্থনা করতে হয়, এবং তারপরে তিনি অন্যদেরও শেখাতে পারেন যে কীভাবে তাদের তাড়নাকারীদের জন্য প্রার্থনা করতে হয়। এই কারণেই প্রভু যীশু বলেন, "যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও।" তিনি আমাদের স্বর্গস্থ পিতার দিকে তাকানোর নির্দেশ দেন, যিনি "ভাল মন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক ও অধার্মিকগণের উপরে বৃষ্টি বর্ষান" (মথি ৫:৪৫)।
দুজন কৃষকের কথা ভাবুন, একজন নাস্তিক এবং অন্যজন ঈশ্বরভয়শীল কৃষক। তাদের খামারগুলি একে অপরের পাশে অবস্থিত, এবং একজন নিয়মিত প্রার্থনা করে যখন অন্যজন মনে করে যে ঈশ্বর নেই এবং এ সব আবর্জনা। তবুও ঈশ্বর তাদের উভয়ের উপর এবং তাদের খামারগুলিতে সূর্যোদয় ঘটান! ঈশ্বর তাদের উভয় খামারে সমানভাবে বৃষ্টি বর্ষণ করান যাতে তারা ভাল ফসল এবং তাদের গাছে ভাল ফল পায়। আপনি কি দেখেন ঈশ্বর কত ভালো! তিনি নাস্তিক এবং ঈশ্বরভয়শীল উভয় কৃষকের উপর সমানভাবে বর্ষণ করান এবং আমাদেরকেও এমন হতে বলেন। ঈশ্বরের মতো হন - যে আপনার প্রতি ভাল এবং যে আপনার প্রতি মন্দ তাদের উভয়ের প্রতি সমানভাবে ভাল ব্যবহার করুন। পবিত্র আত্মার শক্তি ছাড়া এই সবকিছু অসম্ভব - এই কারণেই আমরা পুরাতন নিয়মে এই ধরনের আদেশ পড়ি না।
প্রভু যীশু আরও বলেন যে আমরা যদি কেবল তাদেরই প্রেম করি যারা আমাদের প্রেম করে, তাহলে এতে বিশেষ কিছু নেই, কারণ কর আদায়কারী, খুনিদের মতো দুষ্ট পাপী মানুষ এবং মিথ্যা ধর্ম ও গোষ্ঠীর লোকেরাও তা করে। তাই যদি আপনি কেবল আপনার বন্ধুদের বা আপনার ভাইদের শুভেচ্ছা জানান, তাহলে আপনি বিধর্মীদের চেয়ে ভালো নন (মথি ৫:৪৭)।
আপনি কি কখনও এমন কাউকে অভ্যর্থনা জানাতে গিয়েছেন যে আপনাকে অভ্যর্থনা জানাতে চায় না? আমি অনেকবার এটা করেছি। প্রভুর একজন দাস হিসেবে, আমি যে সত্য ঘোষণা করি - ঈশ্বরের বাক্যের সত্য - তার জন্য অনেকেই আমার উপর বিরক্ত। ঠিক যেমন এই বিশ শতাব্দী ধরে লোকেরা প্রভু যীশু, পৌল এবং ঈশ্বরের আরও অনেক দাসের উপর বিরক্ত ছিল, তেমনি অনেকে যদি আমাকে রাস্তা দিয়ে যেতে দেখে তাহলেও আমাকে অভ্যর্থনা জানাবে না। মাঝে মাঝে আমি রাস্তা পার হয়ে তাদের অভ্যর্থনা জানাতে যাই কারণ বাইবেল বলে যারা তোমাকে অভ্যর্থনা জানাতে আগ্রহী নয় তাদের অভ্যর্থনা জানাতে, যাতে দেখাতে পারি যে তাদের বিরুদ্ধে তোমার কোন অভিযোগ নেই।
একবার কোন এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিল আপনার কতজন বন্ধু আছে। আমি বলেছিলাম পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার বন্ধু, আর এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে! পৃথিবীতে যদি সাতশ কোটি মানুষ থাকে, তাহলে আমার মতে, তারা সবাই আমার বন্ধু। আমার কোনও শত্রু নেই; আমি তাদের সবাইকে প্রেম করি। তারা আমাকে তাদের শত্রু মনে করতে পারে, কিন্তু আমি তাদের আমার শত্রু মনে করি না। যারা আমার ক্ষতি করেছে, আমাকে নির্যাতন করেছে, আমি তাদের জন্য প্রার্থনা করতে চাই। যারা আমাকে অভিশাপ দিয়েছে, আমি তাদের আশীর্বাদ করতে চাই। "যাহারা তোমাকে অভিশাপ দেয়, তাহাদের আশীর্বাদ করিও" (মথি ৫:৪৪)। আপনি কি তা করেন?
আপনি জানেন যে কোন অভিশাপ আপনার কখনো ক্ষতি করতে পারবে না। এটা সম্ভব কারণ আমরা ঈশ্বরের আশীর্বাদের অধীনে আছি। খ্রীষ্ট ক্রুশের উপর প্রতিটি অভিশাপ নিজের উপর নিয়েছিলেন এবং এখন আমরা ঈশ্বরের আশীর্বাদের অধীনে আছি, তাই যে কেউ আমাকে অভিশাপ দিলে তা আমার কোনও ক্ষতি করবে না। সে তা জানে না এবং আমি উত্তরে তাকে আশীর্বাদ করতে পারি, "ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।" আমি পৃথিবীর প্রতিটি মানুষের দিকে ফিরে বলতে পারি, "ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।" আমি আন্তরিকভাবে প্রতিটি ব্যক্তির জন্য এটাই কামনা করি। ঈশ্বর তাকে আশীর্বাদ করুন বা না করুন তা তার মনোভাবের উপর নির্ভর করে, ইত্যাদি, তবে আমি অবশ্যই চাই যে ঈশ্বর তাকে আশীর্বাদ করুন।