ঈশ্বরের লক্ষ্য হলো আমাদেরকে প্রভু যীশুর মত করে তোলা। এই প্রসঙ্গে এখানে তিনটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে:
(ক) রোমীয় ৮:২৮, ২৯: আমাদেরকে এই লক্ষ্যে পৌঁছতে সক্ষম করার জন্য আমাদের পিতা সমস্ত বিষয়কে বাহ্যিকভাবে একসাথে কাজ করেন।
(খ) ২ করিন্থীয় ৩:১৮: পবিত্র আত্মা আমাদেরকে এই লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের অভ্যন্তরীণভাবে পূর্ণ করেন।
(গ) ১ যোহন ৩:২, ৩: যারা খ্রীষ্টের আগমনের আশা রাখেন তারা সবাই এই লক্ষ্যে কাজ করবেন।
আমরা যদি প্রভু যীশুর সাথে মারা যাই তবে আমরা অবশ্যই তাঁর সাথে জীবিত থাকব। আমাদের যদি ঈশ্বরে বিশ্বাস থাকে, তাহলে আমরা "যীশুর মৃত্যু" - ঈশ্বর আমাদের জন্য যে পরিস্থিতি তৈরি করেছেন তাতে আমাদের স্ব-ইচ্ছাকে (আমাদের নিজস্ব আনন্দ, আমাদের সম্মান, আমাদের প্রতিপত্তি ইত্যাদি) মৃত্যুবরণ করার সাথে সম্মত হবো এবং সম্পূর্ণরূপে বিশ্বাস থাকবে যে ঈশ্বর আমাদের যে ঐশ্বরিক জীবন দেবেন তা পচা আদমীয় জীবনের থেকে অনেক উন্নত হবে।
প্রভু যীশুর পুনরুত্থিত জীবন অবশ্যই আমাদের পিতামাতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া জীবনের চেয়ে অনেক উন্নত। কিন্তু ঈশ্বর আমাদের যীশুর জীবন দান করার আগে আমাদের সেই আদমীয় জীবনকে মৃত্যুর কাছে সমর্পণ করতে ইচ্ছুক হতে হবে (২ তীমথিয় ২:১১; ২ করিন্থীয় ৪:১০)। আমরা এটিকে এভাবেও চিত্রিত করতে পারি, এটা অনেকটা ভিক্ষুকের বাক্সের ভেতরে পড়ে থাকা কয়েকটি মুদ্রার (সেই পচা মানব জীবনের) বিনিময়ে ঈশ্বরের কাছ থেকে দশ লক্ষ টাকা পাওয়ার মতো। কেবল একজন বোকাই এই ধরনের চুক্তি প্রত্যাখ্যান করবে। কিন্তু পৃথিবীটা এমন বোকা লোকে ভরা। জীবনের শেষে তাদের হাতে মাত্র কয়েকটি মুদ্রা থাকে (তাদের কলুষিত মানব জীবন), যেখানে তাদের পার্থিব জীবন শেষ করার আগে তারা তাদের পার্থিব পরীক্ষায় (ঐশ্বরিক প্রকৃতি গ্রহণের মাধ্যমে) আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হতে পারত। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে বাইবেল আমাদের আকাঙ্ক্ষাকে প্রতারণামূলক বলে অভিহিত করে (ইফিষীয় ৪:২২), কারণ তারা আমাদের বোকা বানিয়ে ভাবায় যে তারা আমাদের খুশি করবে!
ঈশ্বরের প্রেমের দুটি লক্ষণ হল, যখন আমরা ছোটখাটো বিষয়েও অন্যায় করি, তখন তিনি আমাদের তিরস্কার করেন এবং শাস্তি দেন (ইব্রীয় ১২:৫-৮; প্রকাশিত বাক্য ৩:১৯)। এটা প্রমাণ করে যে তিনি আমাদের সাথে পুত্রের মতো আচরণ করেন। আর যখন আমরা সেই লক্ষ্যের প্রতি গুরুত্বারোপ করি, তখন ঈশ্বর আমাদের প্রভু যীশুর মতো করে তোলার লক্ষ্যে কঠোর পরিশ্রম করেন।
আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা কেবল তখনই পূর্ণ হতে পারে যদি আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে তাঁকে খুঁজি (এ সম্পর্কে যিরমিয় ২৯:১১-১৩ পড়ুন)। যারা অধ্যবসায়ের সাথে তাঁর অন্বেষণ করে, ঈশ্বর তাদের পুরস্কৃত করেন (ইব্রীয় ১১:৬ - KJV)। অতএব, আপনার এখনই তাঁকে অধ্যবসায়ের সাথে অনুসন্ধান শুরু করা উচিত।