আমাদের আহ্বান হল প্রভুর আশীর্বাদ লাভ করা, যাতে আমরা পৃথিবীতে দেখা প্রতিটি পরিবারের (এবং ব্যক্তির) জন্য আশীর্বাদ হতে পারি। গালাতীয় ৩:১৩,১৪ পদে বলা হয়েছে যে খ্রীষ্ট ক্রুশে আমাদের জন্য অভিশাপ হয়ে উঠলেন যাতে পবিত্র আত্মার দানের মাধ্যমে অব্রাহামের আশীর্বাদ আমাদের আশীর্বাদে পরিণত হয়। এই আশীর্বাদ আদিপুস্তক ১২:২,৩ পদে পাওয়া যায় যেখানে ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, "আমি তোমাকে আশীর্বাদ করব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদপ্রাপ্ত হইবে।" এই কারণেই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের তাঁর পবিত্র আত্মায় ক্রমাগত পূর্ণ করেন।
এটা আপনার উত্তরাধিকার। তাই এটি নিজের জন্য দাবি করুন এবং চিরকাল এতে থাকুন। অনুতাপ এবং পাপ স্বীকারের মাধ্যমে সর্বদা আপনার বিবেককে পরিষ্কার রাখুন যাতে আশীর্বাদের প্রবাহ বাধাগ্রস্ত না হয়।
প্রথমত, ঈশ্বর আপনার সমস্ত কাজের উপর আশীর্বাদ করতে চান - আধ্যাত্মিক, শারীরিক, বস্তুগত, পড়াশোনা, পেশাদার এবং অন্য সবকিছুতে। ঈশ্বর প্রতিশ্রুতি দেন যে, "তুমি যা কিছু করো, তাতেই সফল হবে" (গীতসংহিতা ১:৩) এবং "তুমি তোমার পথ সফল করতে পারবে এবং সফল হবে" (যিহোশূয় ১:৮)। এই নতুন নিয়মের যুগে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, আপনাকে বৃদ্ধি করতে চান এবং আপনাকে সফল করতে চান, প্রথমে আপনার আধ্যাত্মিক জীবনে এবং তারপরে বস্তুগত জিনিসগুলিতেও যা পুরাতন নিয়মের মতো নয় যেখানে তারা কেবল বস্তুগত জিনিস দিয়ে আশীর্বাদপ্রাপ্ত ছিল।
দ্বিতীয়ত, ঈশ্বর আপনার জীবনের মাধ্যমে অন্যদের আশীর্বাদ করতে চান। তাদের আপনার ভেতর থেকে ঈশ্বরের জীবনের কিছুটা স্বাদ পাওয়া উচিত। এর ফলে কারো কারো কাছে আপনি "জীবনদায়ক গন্ধ" এবং (যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে) তাদের কাছে "মৃত্যুজনক গন্ধ" হবেন (২ করিন্থীয় ২:১৬)।
এই সমস্ত কিছু সম্পন্ন করার জন্য, পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার জন্য আপনার সর্বদা এক বিরাট আগ্রহ থাকা প্রয়োজন।
আমাদের পার্থিব কাজ কেবল আমাদের জীবিকা নির্বাহের একটি উপায় যাতে আমরা কারও উপর আর্থিকভাবে নির্ভরশীল না হয়ে প্রভুর সেবা করতে পারি। কিন্তু আমাদের এই পৃথিবীর সংক্ষিপ্ত জীবনে যত বেশি সম্ভব মানুষের জন্য আশীর্বাদস্বরূপ হতে হবে।
ভারতের বড় বড় ধর্মপ্রচারকরা বেশিরভাগই বড় শহরে প্রচার করেন। গ্রামের সাধারণ, দরিদ্র (এবং নিরক্ষর) মানুষের সাথে বসার জন্য তারা খুব কমই সময় বের করেন। তাই আমি খুশি যে ঈশ্বর আমাদের ভারতের গ্রামের দরিদ্র মানুষের সেবা করার সৌভাগ্য এবং সম্মান দিয়েছেন। আমি সেখানে একটি বিজয়ী জীবনের বিষয়ে প্রচার করি এবং প্রভু সেখানে মণ্ডলী স্থাপন করেন। আর আমার স্ত্রী সেখানে দরিদ্র নারী ও শিশুদের জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজন করেন। এই মানুষগুলোর সেবায় আমরা দুজনেই খুব ধন্য।
ঈশ্বর আমাদের টেপ এবং রচিত সাহিত্য কোথায় নিয়ে গেছেন তা দেখে অবাক লাগছে। সেগুলি প্রতিটি মহাদেশে - পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ভ্রমণ করছে (প্রেরিত ১:৮)। অনেক প্রচারক তাদের গির্জায় যে ধর্মোপদেশ দেন তাতে আমাদের বই এবং টেপ থেকে প্রাপ্ত উপকরণ ব্যবহার করেন। এইভাবে, বাক্য আরও এগিয়ে যাচ্ছে, আমি কখনও নিজের ওই গির্জার কাছে যেতে পারিনি। প্রভুর প্রশংসা করুন। আমরা মানুষকে আমাদের সমস্ত উপাদান অবাধে ব্যবহার করতে উৎসাহিত করি, অর্থ উপার্জনের জন্য নয় বরং সেই অনুযায়ী তাদের জীবনযাপন করার জন্য।
পবিত্র আত্মার ক্রমাগত অভিষেক এবং ভবিষ্যদ্বাণীর দান-এর ("শ্রোতার প্রয়োজন অনুসারে বাক্য বলার ক্ষমতা") জন্য প্রভুর কাছে অনুসন্ধান করুন। ভবিষ্যদ্বাণীর দান চাওয়াকে অহংকার বলে মনে করবেন না। শয়তান এভাবেই মানুষকে বোকা বানায়। পবিত্র আত্মা প্রতিটি বিশ্বাসীকে এই দান অন্বেষণ করার জন্য উৎসাহিত করেন (১ করিন্থীয় ১৪:১)। তাই এই উপহারের সন্ধান করুন। যদি আপনি কোন ক্ষেত্রেই ঈশ্বরের কাছে আপনার যা প্রয়োজন তা না চান, তাহলে আপনি তা পাবেন না। আপনাকে সাহায্য চাইতে যথেষ্ট সাহসী হতে হবে - বস্তুগত চাহিদার জন্য, বোঝাপড়ার জন্য, কর্মক্ষেত্রে কোনও সমস্যার সমাধানের জন্য, অথবা সাধারণভাবে যেকোনো সমস্যার জন্য। ঈশ্বর আমাদের সমস্যার সম্মুখীন হতে দেন যাতে আমরা তাঁর কাছে আসতে পারি এবং আমাদের সমস্যার সমাধান করতে পারি। প্রভু যীশু যে ঝড়কে শান্ত করেন, যদি আমরা তার মুখোমুখি না হই, তাহলে আমাদের জীবন কতই না একঘেয়ে হয়ে যেত! তাই, প্রার্থনা করুন - এবং আপনার আনন্দ পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করতে থাকুন।