WFTW Body: 

রোমীয় ৭:১৪-২৫ হলো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যারা সিদ্ধতার দিকে অগ্রসর হতে চান। পৌল সেখানে একজন নতুন-জন্ম প্রাপ্ত খ্রীষ্টান হিসাবে তার অভিজ্ঞতার কথা বলছেন, কারণ একজন রূপান্তরিত না হওয়া ব্যক্তি বলতে পারেন না, "আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি" (রোমীয় ৭:২২)।

রোমীয়দের কাছে পৌলের লেখা পত্রটি অধ্যায় ১ থেকে শুরু করে ক্রমানুসারে বর্ণনা করে "সুসমাচার হল পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি" (রোমীয় ১:১৬)। অধ্যায় ৩, ৪ এবং ৫ অধ্যায়ে বিশ্বাসের দ্বারা ধার্মিকতা সম্পর্কে বলার পর, পৌল রোমীয় ৬ অধ্যায়ে পাপের উপর বিজয় সম্পর্কে বলেছেন। তারপর পৌল ৭ অধ্যায়ে পরবর্তী পর্যায়ে চলে যান। তিনি এই পর্যায়ে এসে তার জীবনের সেই সময়ের কথা বর্ণনা করেননি, যখন তিনি রূপান্তরিত হননি। না। তিনি সুসমাচারের বর্ণনা চালিয়ে যাচ্ছেন। তিনি এমন একজন ব্যক্তির কথা বর্ণনা করছেন, যিনি সিদ্ধতার দিকে অগ্রসরে আগ্রহী এবং এক্ষেত্রে তার অভ্যন্তরীণ জীবনে সংগ্রাম খুঁজে পান। এরপরে তিনি সচেতনভাবে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিজয় কামনা করেন এবং প্রয়োজনের সময় তাকে সাহায্য করার জন্য অনুগ্রহ খুঁজে পান। তবুও তিনি দুটি বিষয় খুঁজে পান: (১) একটি অসতর্ক মুহুর্তে তিনি এখনও পড়ে যান যে বিষয়ের উপরে তার ইতিমধ্যেই প্রকাশন হয়েছে (সচেতন পাপ); এবং (২) কখনও কখনও তিনি খ্রীষ্টীয় মানদণ্ড থেকে নিচে পড়েছেন এবং পড়ে যাওয়ার পরেই এটি উপলব্ধি করেছেন (একটি নতুন ক্ষেত্র যেখানে তার পড়ে যাওয়ার আগে কোন প্রকাশন ছিল না - অচেতন পাপ)।

যিনি সম্পূর্ণ সিদ্ধতার আগ্রহী নন তার এই ধরনের সংগ্রাম নেই, কারণ তিনি রোমীয় ৫-এ থেমে গেছেন। ইনি সেই ব্যক্তি যিনি পাপের উপর সম্পূর্ণ বিজয় খুঁজছেন (রোমীয়. 6:14), তিনি এই সংগ্রামটি খুঁজে পান এবং নিজে নিজেকেই বলেন, "দুর্ভাগ্য মনুষ্য আমি! এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে?" (রোমীয় ৭:২৪)।

যারা এই ধরনের সংগ্রামকে স্বীকার করেন না তারা তাদের অভ্যন্তরীণ জীবন সম্পর্কে অসৎ। এটিই আমাদের বড় আশা দেয় যে এমনকি যখন আমরা একটি দুর্বলতার মুহুর্তে পতিত হই, যদিও এটি এমন একটি পাপ যা থেকে আমাদের অনুতাপ করতে হবে এবং পরিত্যাগ করতে হবে এবং খ্রীষ্টকে তাঁর রক্তে শুদ্ধ করতে বলতে হবে, তবুও এটি এমন বিষয় নয় যা আমরা সচেতনভাবে বেছে নিয়ে থাকি। এটা নিয়ে আমাদের পরবর্তী অনুশোচনা তা খুব স্পষ্টভাবে দেখায়। কারণ আমরা এই ধরনের পাপাচারণ ঘৃণা করি এবং সেগুলির জন্য শোক করি, একদিন আমরা সেগুলির বিরুদ্ধে বিজয় লাভও করব।

রোমীয় ৭ অধ্যায় সাবধানের সাথে পড়ুন এবং ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে এতে প্রকাশন দেন। রোমীয় ৭:১-১৩ পদ আমাদের উপদেষ্টা হিসাবে ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার কথা বলে। এখন আমরা খ্রীষ্টের সাথে বিবাহিত, যার ফলে আমরা ব্যবস্থার চেয়ে উচ্চতর মানে জীবনযাপন করতে পারি, কিন্তু ঈশ্বরের আদেশের প্রতি ব্যবস্থার মনোভাব নিয়ে নয়। আমরা "ব্যবস্থা হইতে মুক্ত হইয়াছি; কেননা যাহাতে আবদ্ধ ছিলাম, তাহার সম্বন্ধে মরিয়াছি, যেন আমরা অক্ষরের প্রাচীনতায় নয়, কিন্তু আত্মার নূতনতায় দাস্যকর্ম্ম করি" (রোমীয় ৭:৬)।

যারা তাদের সংগ্রামের ব্যাপারে অসৎ তাদের জন্য কোন বিজয় নেই। এটি প্রাথমিকভাবে রোমীয় ৭ অধ্যায়কে সঠিকভাবে বোঝার প্রশ্ন নয়, বরং একজনের সংগ্রাম সম্পর্কে সম্পূর্ণ সৎ হওয়ার প্রশ্ন। আমি আপনাকে এমন সমস্ত লোককে এড়িয়ে চলার জন্য অনুরোধ করব যারা তাদের অভ্যন্তরীণ সংগ্রাম সম্পর্কে সৎ নয় - কারণ তারা ভণ্ড। আপনাকে বিচক্ষণ হতে হবে। সাপের মত সতর্ক এবং কপোতের মত নিরীহ হতে হবে (মথি ১০:১৬)। মনে রাখবেন যে ঈশ্বর আপনার কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি চান তা হল সততা। এটাই পবিত্রতার প্রথম ধাপ।