"কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্ত্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে।" (ইফিষীয় ৬:১২)।
৩৫০০ বছর আগে, মোশি সিনাই পর্বত থেকে নেমে এসে ইস্রায়েলীয়দের পৃথিবীতে একটি রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২০০০ বছর আগে, প্রভু যীশু স্বর্গ থেকে এসেছিলেন এবং আমাদের জন্য স্বর্গীয় রাজ্যের প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন। এটিই নতুন নিয়ম এবং পুরাতন নিয়মের মধ্যে মৌলিক পার্থক্য। যদি আমরা এটি না বুঝি, তাহলে আমরা শয়তানের বিরুদ্ধে কার্যকর যুদ্ধ করতে পারব না।
আমাদের রাজ্য এই পৃথিবীর নয়। তাই আমাদের কখনই মানুষের সাথে কোনও বিষয়ে লড়াই বা ঝগড়া করা উচিত নয়। কার্যকর আধ্যাত্মিক যুদ্ধের জন্য এটিই প্রথম প্রয়োজনীয়তা। শয়তান বিশ্বাসীদের তাদের আহ্বান থেকে দূরে সরিয়ে রাখার একটি প্রধান উপায় হলো তাদের অন্যদের সাথে - তাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী বা তাদের ভাইবোনদের সাথে - লড়াই বা ঝগড়া করানো। আর ঝগড়া সবসময়ই পার্থিব কোন বিষয় নিয়ে হবে। এভাবে শয়তান বিশ্বাসীদের তাদের স্বর্গীয় অবস্থান থেকে এই পৃথিবীতে এবং এর বিষয়গুলির মধ্যে টেনে আনতে সফল হয়, এবং এইভাবে বিশ্বাসীদের তার বিরুদ্ধে যুদ্ধে অকার্যকর করে তোলে।
যদি আপনি শয়তানের সাথে কার্যকরভাবে লড়াই করতে চান এবং মণ্ডলী গড়ে তুলতে চান, তাহলে স্থির করুন যে আপনি কখনোই কোন মানুষের সাথে বা কোন জাগতিক বিষয় নিয়ে বিতর্কে জড়াবেন না। আমাদের মনে অন্যদের সাথে কাল্পনিক যুদ্ধও করা উচিত নয়। কারো বিরুদ্ধে আমাদের একটিও অভিযোগ থাকা উচিত নয়।
আর আমাদের কারো কাছে অভ্যন্তরীণ দাবি করা উচিত নয়। উদাহরণস্বরূপ, আমাদের দাবি করা উচিত নয় যে লোকেরা আমাদের সাথে সম্মানের সাথে, বিবেচনার সাথে, ভালোবাসার সাথে আচরণ করবে, অথবা তারা কখনই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, ইত্যাদি। আমাদের বিবাহিত জীবনসঙ্গীর কাছ থেকেও আমাদের এমন আশা করা উচিত নয়। এই ধরণের সমস্ত বিবাদ, অভিযোগ এবং দাবি এই লক্ষণ যে একজন ব্যক্তির রাজত্ব এই পৃথিবীর, এবং সে তার হৃদয়ে শয়তানকে স্থান দিয়েছে। আর এই ধরণের লোকেরা অবশ্যই একটি দুর্বিষহ জীবনযাপন করে।
ঈশ্বরই একমাত্র যার সাথে আমাদের সাথে মেলামেশা করা উচিত (ইব্রীয় ৪:১৩)। আমাদের সমস্ত পরিস্থিতি (অন্যরা আমাদের সাথে কীভাবে আচরণ করে তা সহ) আমাদের প্রেমময় পিতা আমাদের সর্বোচ্চ মঙ্গলের জন্য তৈরি করেছেন - যাতে আমরা তাঁর পুত্রের সাদৃশ্যে গড়ে উঠতে পারি। অতএব, আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ করার কোন সুযোগ নেই, বরং সর্বদা ঈশ্বরের প্রশংসা করার জন্য প্রচুর জায়গা আছে।