লিখেছেন :   জ্যাক পুনেন বিভাগগুলি :   গৃহ মণ্ডলী শিষ্য
WFTW Body: 

একটি প্রভাবশালি আত্মীক যূদ্ধ যদি লড়তে হয় তবে, আমাদের শয়তানের বিভিন্ন য়ুক্তি, চালাকি ও তার রণনীতি থেকে অজানা থাকা উচিত নয়। শয়তান যেভাবে প্রান্তরে যীশু কে রুটির দ্বারা প্রলোভিত করার চেষ্টা করেছিলো, তার দ্বারা আমরা এটি উপলব্ধি করতে পারি যে, শয়তান আমাদের শারীরিক অভিলাশার মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় ফেলার চেষ্টা করে। যীশু তাঁর শিষ্যদের এই উপদেশ টি দিয়েছিলেন যে তারা কি খাবে এবং কি পরবে তা নিয়ে চিন্তিত না হতে (মথি ৬:২৫) ।যদি আমাদের মন নানা খাদ্য ও নতুন নতুন পোশাকের প্রতি আক্রৃষ্ট হয়ে থাকে তবে নিশ্চিত রুপে শয়তানের শক্তি আমাদের প্রতি প্রবল হবে এবং আমরা এই জগত-সংসারেই ডুবে যাবো। আমাদের এই বিষয়ে সতর্ক থাকা উচিৎ যে আমাদের মণ্ডলীর যুবতী বোনেদের আমারা কখনোই এইভাবে উৎসাহিত না করি যে, তারা যেন নতুন নতুন পোশাকের প্রতি আক্রৃষ্ট হয়ে উঠে এবং পরবর্তী কালে এই অভিলাশাই তাদের শয়তানের ফাঁদে ফেলে।

লুসিফার তখনই শয়তানে পরিণত হয় (প্রধান স্বর্গদূত হওয়া সত্বে ও) যখন সে নিজেকে সকল দূতের মধ্যে অধিক গুরুত্ব দেওয়া শুরু করে (যিহিস্কেল ২৮:১১-১৮, যিশাইয় ১৪:১২-১৫)। শয়তান ঠিক এইভাবে অনেক বিশ্বাসীর হৃদয়ে প্রবেশ করে। যখন কোন বিশ্বাসী ভাই মণ্ডলীর মধ্যে নিজেকে অন্যের থেকে অধিক গুরুত্ত পূর্ণ বলে মনে করে তখন এই বিষয় টি স্পষ্ট, সে শয়তানের আত্মা দ্বারা প্রভাবিত। আর তখনই সে আত্মীক যূদ্ধের জন্য প্রভাভহীন হয়ে পড়বে, যদিও তার আসে পাশের অনিরুপিত বিশ্বাসীরা তাকে গুরুত্ত পূর্ণ বলে মনে করে থাকে।

যখন কোন বিশ্বাসী ভাই মণ্ডলীর সভাতে দীর্ঘ সময় ধরে তাঁর আত্মীক জ্ঞানের পরিমাণের থেকে বেশি তাঁর বাইবেলের জ্ঞান কে মণ্ডলীর দুর্বল বিশ্বাসী ভাই ও বোনেদের প্রতি (সামনে) প্রদর্শন করতে থাকে, তার থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে সে নিজেকে অন্যের থেকে অধিক গুরুত্ত পূর্ণ ও শ্রেয় ব্যাক্তি হিসেবে মনে করছে। এটি একটি শয়তানের আত্মার বহিঃপ্রকাশ। অথচ অনেক সময় দেখা গেছে সে নিজেই তাঁর জীবনের ছোট ছোট বিষয় গুলিকে পরাস্ত করে উঠতে পারেনি। কেউ যদি সভার শেষে তাঁকে সংক্ষেপে বলার পরামর্শ দেয়, তখন সে ক্ষুব্ধ হয়ে পরে। এই থেকে এটি স্পষ্ট যে বিশ্বাসী ভাইটি নিজেকে যাচাই করা খ্রীষ্টীয় জীবন যাপন করছে না, করলে তিনি বুঝতে পারতেন যে তাঁর দাম্ভিকতা, অহংকারী এবং ঔদ্ধত্য জন্য পবিত্র আত্মা তাঁকে প্রতিনিয়ত দায়ী করছে।

যীশু যখন তাঁর শিষ্যদের শিরোনাম ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছিলেন, তখন তিনি তাদেরকে এই একই শয়তানী আত্মার বিষয়ে সতর্ক করেছিলেন, যা মণ্ডলীর মধ্যে অন্যদের থেকে নিজেকে শ্রেয় ব্যাক্তি হিসেবে ভাবার চেষ্টা করে। একজন 'Reverend' এক সাধারণ ভাইয়ের চেয়ে মহান। একজন 'পালক' ও এক সাধারণ ভাইয়ের চেয়ে মহান। কিন্তু যীশু বলেছিলেন যে আমরা সকলেই যেন সাধারণ ভাই হয়েই থাকি। শিরোনাম বা উপাধির বিষয় টি কেবল ব্যাবিলনীয়দের কাছেই থাকুক। আসুন আমরা আত্মায়ও এগুলি এড়িয়ে চলি এবং মণ্ডলীর মধ্যে সর্বদা আত্মায় নিজেকে সর্বাধিক-ছোট ভাই হিসেবে বিবেচনা করার চেষ্টা করি, তাতে আপনি কেবল নিজেকেই সুরক্ষিত রাখবেন না, বরং শয়তানের বিরুদ্ধে আপনার লড়াইয়েও কার্যকর থাকবেন। লুসিফারকে ঈশ্বর যে পরিস্থিতিতে রেখেছিলেন তাতে সে সন্তুষ্ট ছিল না। যার কারনে সে শয়তানে পরিনিত হয়। অসন্তুষ্টির এই মনোভাবটি এখন শয়তান বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে ছড়িয়ে ফেলেছে। এবং অনেক, অনেক বিশ্বাসীর হৃদয়ে এই সংক্রমণটি ছড়িয়ে পড়েছে। আপনার পার্থিব এবং বস্তুগত পরিস্থিতির উন্নতিতে কোনও ভুল নেই। কিন্তু যখন দেখবেন যে আপনার চেয়ে অন্য কোন ভাই-এর বেশি পরিমাণে এইসব আছে, তখন তাকে হিংসা করবেন না, তার যা আছে তা পাওয়ার কামনা বা লালসাও করবেন না এবং তার কাছ থেকে কোনও উপহারের ও আশা রাখবেন না। ঈশ্বর আপনাকে যা কিছু দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন "যে উপহার (ঘুষ) ঘৃণা করে সে বেঁচে থাকবে" (হিতোপদেশ ১৫:২৭)। শয়তানের পরিকল্পনাগুলি সম্পর্কে অজ্ঞ থাকবেন না। যে মুহুর্তে আপনি আপনার বেতন, আপনার ঘর, আপনার ত্বকের রঙ বা এই জাতীয় কোনও বিষয় নিয়ে অসন্তুষ্ট হন, তখনি আপনি শয়তানের প্রতি আপনার হৃদয়ের দরজা খুলে দেন। শয়তান এক বিপুল সংখ্যাগরিষ্ঠ খ্রীষ্টানকে অসাড় করে দিয়েছে এবং আধ্যাত্মিক যুদ্ধে তাদের কে অকার্যকর করে তুলেছে, কারণ তিনি তাদের নিজের ভাইবোনদের, আত্মীয়স্বজনের এবং প্রতিবেশীদের বিরুদ্ধে, তাদের পরিস্থিতির বিরুদ্ধে অভিযোগ ও অভিযোগ করার মনোভাব তৈরি করেছে, এমনকি ঈশ্বরের বিরুদ্ধেও করেছে। আমরা শয়তানকে তখনই পরাভূত করতে পারবো, যখন আমরা নিম্নলিখিত উপদেশগুলি মেনে চলবোঃ (১) " আর খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক; তোমরা ত তাহারই নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ; আর কৃতজ্ঞ হও ।" (কলসীয় ৩:১৫) (২) " যেন সকল মনুষ্যের নিমিত্ত, বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয় ।"(১তীমথিয় ২:১) (৩) " সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ কর ।"(ইফিষীয় ৫:২০)

একবার যখন আমরা খ্রীষ্টের দেহে আমাদের ভাইবোনদের জন্য কৃতজ্ঞ হতে শিখতে পেরে যাবো, তারপরে আমরা সমস্ত মনুষ্যের এবং আমাদের সমস্ত পরিস্থিতি জন্য ধন্যবাদ জানাতে শিখতে পারব। আমরা জানি যে আমাদের স্বর্গীয় পিতা সার্বভৌমভাবে সমস্ত মনুষ্যের এবং সমস্ত পরিস্থিতি কে নিয়ন্ত্রণ করেন। যদি আমরা সত্যই এটি বিশ্বাস করি, তবে আমরা অবশ্যই সর্বদা ঈশ্বরে্র প্রশংসা করব, এবং এইভাবে প্রমাণ করব যে আমাদের রাজত্ব এই পৃথিবীর নয়, কিন্তু স্বর্গের। তাহলে শয়তান আমাদের উপর তার শক্তি হারাবে। তবেই আমরা তার বিরুদ্ধে কার্যকর যুদ্ধ পরিচালনা করতে সক্ষম হব। প্রকাশিত বাক্য ১২:৮, এখানে একটি অদ্ভুত বাক্য লিখিত আছে যে শয়তান এবং তার মন্দদূতদের জন্য স্বর্গে কোনও স্থান পাওয়া যায় নি । একই ভাবে আমাদের হৃদয়ে, আমাদের ঘরে এবং আমাদের মণ্ডলীর মধ্যেও এটি অবশ্যই হওয়া উচিৎ যে শয়তান এবং তার মন্দদূতদের এই স্থানগুলির মধ্যে কোনও স্থান থাকবে না।