WFTW Body: 

১. পলায়ন করা

প্রলোভন কাটিয়ে ওঠার সর্বোত্তম উপায় হলো এটিকে এড়িয়ে যাওয়া এবং এর থেকে পালিয়ে যাওয়া - যেমনটি যোষেফ করেছিলেন (আদিপুস্তক ৩৯:৭-১২)। এমন সব জায়গা এবং লোকেদের এড়িয়ে চলুন যারা আপনাকে প্রবলভাবে প্রলুব্ধ করে এবং আপনাকে দুর্বল করে তোলে। যীশু আমাদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, "আমাদের পরীক্ষাতে আনিও না" (মথি ৬:১৩)। অনন্তকালে আপনি কৃতজ্ঞ হবেন যে আপনি এটি করেছেন। এমনকি পৃথিবীতে, এখন থেকে কয়েক বছরের মধ্যে, আপনি কৃতজ্ঞ হবেন যে আপনি এমন জায়গা এবং লোকেদের এড়িয়ে গেছেন যারা আপনাকে প্রলুব্ধ করতে পারত, সেই সকল প্রলোভনকে পরাস্ত করা আপনার ক্ষমতার বাইরে ছিল। আপনার এই ধরনের স্থান এবং লোকেদের এড়িয়ে চলার মাধ্যমে আপনি প্রভুর কাছে প্রমাণ করেন যে আপনি সত্যই কেবল তাঁকে খুশি করতে আগ্রহী। (এই বিষয়ে হিতোপদেশ ৭ অধ্যায় পড়ুন। সমস্ত যুবকদের বার বার পড়ার জন্য এটি একটি ভাল অধ্যায়)।

বিপরীত লিঙ্গের সাথে অতি ঘনিষ্ঠ বন্ধুত্ব থেকে পালিয়ে যান। সাহিত্য (এবং ওয়েবসাইট) থেকে পালিয়ে যান যা আপনার লালসাকে উস্কে দেয় এবং উদ্দীপিত করে। এমনকি অযথা টিভি অনুষ্ঠান দেখার মধ্যে যে সময় নষ্ট হয় তা থেকেও পালিয়ে যান। পরচর্চা শোনা থেকে পালিয়ে যান। মন্দ কথা শোনা, মন্দ বিষয় পড়া এবং মন্দ বিষয় দেখা আপনাকে কেবল মন্দের সম্পর্কে জ্ঞানী করবে। কিন্তু আপনার সেই নোংরা তথ্যের দরকার কেন? এটি কেবল আপনাকে দূষিত করবে এবং ধ্বংস করবে। এই ধরনের সব তথ্যের বিষয়ে এখন থেকে আপনাকে অবশ্যই আপনার কান এবং আপনার চোখ বন্ধ করতে হবে। অন্যেরা যে মন্দ কাজ করে তা জানার মাধ্যমে আপনাকে কখনই জ্ঞানী করবে না। বাইবেল আমাদেরকে "হিংসাতে শিশুগণের ন্যায়" হতে পরামর্শ দেয় (১ করিন্থীয় ১৪:২০)। শিশুর মন সব মন্দ বিষয় থেকে পবিত্র। আর সুসমাচারের সুসংবাদ হলো এই যে যদিও আমরা এত বছর ধরে আমাদের মনকে খারাপ তথ্য দিয়ে কলুষিত করেছি, আর আমরা যদি সত্যিই এখন এটির থেকে মুক্ত হতে চাই, তবে পবিত্র আত্মা আমাদের পুনরায় শিশুর মতো বিশুদ্ধ মন পেতে সাহায্য করতে পারেন। এটা ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য করতে পারেন। প্রভুর প্রশংসা হোক! আমাদেরকে "উত্তম বিষয়ে বিজ্ঞ ও মন্দ বিষয়ে অমায়িক" হতে আহ্বান করা হয়েছে (রোমীয় ১৬:১৯)। তাই প্রভু যীশু কীভাবে জীবন-যাপন করেছিলেন তা দেখাতে পবিত্র আত্মার কাছে যাচ্ঞা করুন। তাহলে বুঝবেন "উত্তম বিষয়ে বিজ্ঞ" হওয়ার অর্থ কি।

২. বিলাপ করা

আপনি যদি পাপের মধ্যে পড়েন তবে আপনাকে অবিলম্বে শোক করতে হবে এবং ক্ষমা চাইতে হবে; অন্যথায় আপনি পাপকে হালকাভাবে নিতে শুরু করবেন, এবং তারপর বিজয় আরও কঠিন হয়ে উঠবে। সুতরাং, যত তাড়াতাড়ি আপনি সচেতন হবেন যে ঈশ্বরের মানদণ্ডের কোনো জায়গায় আপনি ছোট হয়ে গেছেন, আপনাকে অবিলম্বে ঈশ্বরের সাথে নিজের হিসেব-নিকেশ পরিষ্কার করে নিতে হবে, পাপ স্বীকার করতে হবে, এবং তা পরিত্যাগ করতে হবে এবং তা থেকে অনুতপ্ত হতে হবে। আপনি যদি প্রতিবার কোনো পাপে পড়ে গিয়ে শোক করেন, তাহলে তা ঈশ্বরের কাছে ইঙ্গিত দেয় যে আপনি সত্যিই পাপের ওপর বিজয়ী জীবনের জন্য তৃষ্ণার্ত৷ আর তাই, যখনই কোনো বিষয়ে আপনার বিবেকের মধ্যে সামান্যতম অস্থিরতা দেখা দেয়, তখনই বিষয়টির নিষ্পত্তি করুন। এমনকি যদি এটি আপনার চিন্তায় কোন ব্যর্থতা হয়ে থাকেন, তক্ষুণি ঈশ্বরের কাছে পাপ স্বীকার করুন। যার কাছে প্রয়োজন তার কাছে ক্ষমাপ্রার্থী হোন। তারপর আপনি দেখতে পাবেন কিভাবে ঈশ্বর আপনাকে শক্তিশালী করেন।

৩. অবিরত থাকা (ধৈর্যের সাথে স্থির থাকা)

এটাই হলো বিজয়ের রহস্য। এই কাজটি বজায় রাখুন - একজন ছাত্র যেমন তার গৃহ-পাঠের (হোমওয়ার্কের) সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সে কাজটি করতে থাকে। নিরুৎসাহিত হওয়ার প্রলোভন হলো সর্বজনীন; কিন্তু হাল ছাড়বেন না। আপনার জন্মের আগে থেকে ঈশ্বর আপনার জীবনের জন্য একটি নিখুঁত পরিকল্পনা করেছেন (গীতসংহিতা ১৩৯:১৬। এটি শয়তানকে নষ্ট করতে দেবেন না। মূল্য যাই হোক না কেন, প্রভুর পক্ষে দাঁড়ান। প্রভু যীশু যোহন ১৪:৩০ পদে বলেছেন যে যখন বিশ্বের অধিপতি এসেছিল, তখন সে তাঁর (যীশুর) মধ্যে কিছুই খুঁজে পায়নি। আমাদের এখন যীশুর মতো চলতে আহ্বান করা হয়েছে। শয়তান যখন আপনার কাছে আসে, তখন সে অবশ্যই আপনার মধ্যে কিছুই খুঁজে পাবে না। এই কারণেই আপনাকে অবশ্যই "সর্বদা ঈশ্বরের ও মনুষ্যের প্রতি বিঘ্নহীন সংবেদ রক্ষা করতে নিরন্তন যত্ন করতে" হবে (প্রেরিত ২৪:১৬)। সচেতন ভাবে পাপ না করে জীবন-যাপন করার জন্য আপনাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের খুঁজতে হবে তাঁর সাহায্যের জন্য। কামনা-বাসনার কাছে আত্মসমর্পণ করলে আপনি আপনার জীবনে শয়তানকে পা রাখার জায়গা দিয়ে দেবেন। রোমীয় ৬:১ প্রশ্ন করে, "এই নিমিত্ত কি পাপে থাকিব?" তারপর রোমীয় ৬:১৫ প্রশ্ন করে, "এই জন্য কি আমরা (একবারের জন্য) পাপ করিব?" উভয় প্রশ্নের একটি দৃঢ় উত্তর হলো, "না, এটি কখনও না হোক।" প্রলোভন এবং ভুল-ভ্রান্তি আপনার জীবনের শেষ অবধি আপনার জীবনের একটি ধ্রুবক (নিত্য) অংশ হয়ে থাকবে। তবে আপনি কিছু সময় পরে সচেতন পাপের বিরুদ্ধে জয়লাভ করতে পারেন - এবং তারপরে পতন বিরল হয়ে উঠবে।