WFTW Body: 

লূক তাঁর লেখা দুটি পুস্তকে পবিত্র আত্মার সেবাকার্য্যের বিষয়ে অনেক কথা বলেছেন। আসলে এটি তার অন্যতম প্রধান উদ্ব্যক্তি। এই সুসমাচারের সেইসব উদাহরণগুলি দেখুন:

যোহন বাপ্তাইজ মাতৃগর্ভ থেকেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিলেন (লূক-১:১৫)। মরিয়মের উপর পবিত্র আত্মা এসেছিলেন (লূক-১:৩৫)। ইলীশাবেৎ এবং সখরিয় পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন (লূক-১:৪১, ৬৭)। পবিত্র আত্মা শিমিয়োনের উপরে ছিলেন, তিনি পবিত্র আত্মার কাছ থেকে প্রকাশ পেয়েছিলেন এবং তিনি সেই আত্মার আবেশে ধর্মধামে গিয়েছিলেন (লূক-২:২৫ - ২৭)। প্রভু যীশু পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেন (লূক-৩:১৬)। প্রভু যীশু প্রার্থনা করেছিলেন যখন তিনি বাপ্তিস্ম নিলেন (স্পষ্টতই পবিত্র আত্মার অভিষেকের জন্য) এবং তত্ক্ষণাৎ তাঁর উপরে আত্মা এসেছিলেন (লূক-৩:২১, ২২)। প্রভু যীশু আত্মায় পূর্ণ ছিলেন এবং সেই আত্মার আবেশে প্রান্তরে চালিত হলেন এবং আত্মার শক্তিতে ফিরে এসেছিলেন (লূক-৪: ১, ১৪)। যীশু ঘোষণা করেছিলেন যে পবিত্র আত্মা তাঁর উপরে ছিলেন (লূক-৪:১৮)। পবিত্র আত্মা তাদেরকে প্রদান করা হয় যারা তাঁর জন্য প্রার্থনা করেন, (লূক-১১:১৩)। প্রভু যীশু তাঁর শিষ্যদের পবিত্র আত্মার শক্তির জন্য অপেক্ষা করার আদেশ দেন (লূক-২৪:৪৯)।

প্রেরিতের কার্যবলিতে লূক পবিত্র আত্মার উল্লেখ করেছেন ৫০ বারেরও বেশি। লূক নিঃসন্দেহে আত্মা দ্বারা পরিপূর্ণ মানুষ ছিলেন এবং তিনি নতুন-নিয়মের জীবন সম্পর্কে উত্তেজিত ছিলেন যা পবিত্র আত্মার উপহারের মাধ্যমে সম্ভব হয়েছিল। আমি ভাবছি যে কত জন খ্রীষ্টান আজ তাঁর মতো উত্তেজিত আছেন। পবিত্র আত্মায় বাপ্তিস্মের বিষয়ে নতুন নিয়মের প্রথম পাঁচটি বইয়ের শুরুতে উল্লেখ করা হয়েছে। এটি আমাদের এই নতুন নিয়মের যুগে পবিত্র আত্মার সেবাকার্য্যের অভূতপূর্ব গুরুত্বকে শিক্ষা দেয়। সুতরাং, যদি এমন একটি বিষয় থাকে যা শয়তান নকল করার চেষ্টা করে তবে তা হবে পবিত্র আত্মায় বাপ্তিস্মের বিষয়টি; এবং আমরা আজ সেই নকল বিষয়গুলি প্রচুররূপে দেখতে পাই।

শয়তান কীভাবে নিশ্চিত করে যে বিশ্বাসীরা পবিত্র আত্মায় কখনও বাপ্তিস্ম পাবে না? সবার আগে, তাদের কাউকে শারীরিক বা মানসিক অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে। পাপকে কাটিয়ে ওঠার এবং প্রভুর সেবা করার ক্ষমতা তাদের নেই। তবে শয়তান তাদের আশ্বাস দেয় যে তারা পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছে। এই জাতীয় বিশ্বাসীরা আর কখনও পবিত্র আত্মায় বাপ্তিস্ম পাওয়ার চেষ্টা করবে না, কারণ তারা নিশ্চিত যে তারা ইতিমধ্যে এটি পেয়ে গেছে। সর্বত্র এইরূপ লক্ষ লক্ষ খ্রীষ্টান রয়েছে। তারা পাপ দ্বারা পরাজিত হয়, তারা অর্থ ভালবাসে এবং তারা জগতের জন্য বাস করে। তবে তারা এমন কিছু অর্থহীন কথা বলে যাকে তারা "পরভাষা" বলে এবং অস্বাভাবিক শারীরিক এবং চাক্ষুষ অভিজ্ঞতা পেয়েছে বলে দাবি করে। দ্বিতীয়ত, শয়তান আরও কিছু অন্যান্য বিশ্বাসীদের (যারা আত্মার বাপ্তিস্মের বিষয়ে তাত্ত্বিকভাবে ঠিক বিপরীত মেরুতে আছেন) এই সুস্পষ্ট নকলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে এবং একই সাথে আত্মার বাপ্তিস্ম থেকে দূরে থাকতে চালনা করে। সুতরাং সে (শয়তান) এটি নিশ্চিত করতে সফল হয় যে উভয় দলের বিশ্বাসীরা (এবং এটি বিশ্বাসীদের বিশাল সংখ্যাগরিষ্ঠ দল গঠন করে) কখনই ঈশ্বরের আসল শক্তি এবং পবিত্র আত্মায় বাপ্তিস্ম গ্রহণ করে না। সাবধান হন এবং এই দুটি সম্প্রদায়কে এড়িয়ে চলুন।

যোহন কিভাবে তাঁর মাতৃগর্ভ থেকে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন? তিনি কি ভ্রূণ অবস্থায় তাঁর মাতৃগর্ভে আত্মার জন্য অপেক্ষা করেছিলেন? কেউ কি তাকে গর্ভের ভিতরে প্রার্থনা করার জন্য অনুরোধ করেছিলেন? না। ঈশ্বর তাকে পূর্ণ করেছেন। পবিত্র আত্মা দিয়ে আপনাকে পূর্ণ করা ঈশ্বরের কাজ। আমরা যদি তাঁর কাছে সমর্পিত হই, তবে তিনি আমাদের পূরণ করবেন। এখানে এমন কিছু আছে যা আপনার বিশ্বাসকে উদ্দীপিত করবে: ঈশ্বর যদি কোনও মাতৃগর্ভে একটি অসহায় ভ্রূণকে পবিত্র আত্মায় পূর্ণ করতে পারেন তবে তিনি আপনাকে কেন পূর্ণ করতে পারবেন না? কোনও সস্তার নকলকে নিয়ে সন্তুষ্ট হবেন না। আমি যখন যুবক ছিলাম তখন আমি প্রভুকে বলেছিলাম যে আমি কখনই কোনও নকল বিষয় দিয়ে সন্তুষ্ট হব না এবং সত্যিকারের অভিজ্ঞতা পেতে প্রয়োজনে দশ বছর অপেক্ষা করতে আগ্রহী। এটি অপেক্ষা করার যোগ্য ছিল। আপনি যখন সত্যই আত্মায় বাপ্তিস্ম নেবেন, এটি আপনার সমগ্র জীবনযাত্রাকে বদলে দেবে। যোহন যখন পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন, তখন তিনি প্রভুর দৃষ্টিতে মহান হয়ে উঠেছিলেন (লূক ১:১৫)। এভাবেই আত্মা আমাদেরকেও তৈরি করতে চান - ঈশ্বরের দৃষ্টিতে মহান, মানুষের (দৃষ্টিতে) নয়।