লিখেছেন :   জ্যাক পুনেন বিভাগগুলি :   ঈশ্বরকে জানা
WFTW Body: 

মথি ৪:৯ পদে, শয়তান এক মুহূর্তের মধ্যে প্রভু যীশুকে পৃথিবীর সমস্ত রাজ্য ও তাদের সমস্ত জাঁকজমক দেখিয়েছিল এবং বলেছিল, “তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রনাম কর, এই সমস্তই আমি তোমাকে দিব।” এটাই সে সবসময় চেয়েছে, আর এটাই তাকে শয়তান বানিয়েছে। মানুষ সৃষ্টির অনেক আগে থেকেই সে ছিল ঈশ্বরের সৃষ্ট প্রধান স্বর্গদূত, সুন্দর, প্রজ্ঞায় পরিপূর্ণ এবং মহাবিশ্বের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত। এই সর্বোচ্চ দূতের ইতিহাস আমরা যিশাইয় ১৪ এবং যিহিষ্কেল ২৮ অধ্যায়ে পড়ি। আমরা তার নাম জানি না, শুধু তাকে সকালের তারা বলা হয় (যিশাইয় ১৪:১২), যা ল্যাটিন ভাষায় “লুসিফার” হিসেবে অনুবাদ করা হয়েছে। তাই সেই উপাধিটি তার সাথে সংযুক্ত হয়ে গেছে, কিন্তু এটি তার নাম নয়। আমরা তার নাম জানি না, কিন্তু স্বর্গদূতদের এই নেতা চেয়েছিলেন যে স্বর্গদূতরা ঈশ্বরের নয় বরং তার উপাসনা করুক। যিশাইয় ১৪ অধ্যায়ে সে এটাই বলেছেন, “আমি স্বর্গারোহণ করিব”। মনে রাখবেন যে পাপের উৎপত্তি এভাবেই হয়েছিল: যখন কেউ উপাসনা চেয়েছিল, যখন কেউ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছিল, এবং যখন কারও হৃদয় গর্বে ফুলে উঠেছিল এবং সে চেয়েছিল যে স্বর্গদূতরা তার প্রশংসা করুক।

এটাই পাপের উৎপত্তি। পৃথিবীর প্রথম পাপ খুন বা ব্যভিচার ছিল না; এটি ছিল অন্যদের কাছ থেকে নিজের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা। যদি আপনার এই ইচ্ছা থাকে, আপনি যেই হোন না কেন, আপনি নিজেকে খ্রীষ্টান বলুন বা প্রচারক বলুন, যদি আপনি চান যে লোকেরা আপনা প্রশংসা করুক, খ্রীষ্টের নয়, তাহলে আপনি শয়তানের পথে হাঁটছেন। এটি একটি বিপজ্জনক অবস্থান কারণ এটি শেষ পর্যন্ত নরকে নিয়ে যায়। শয়তান তখন তা পেতে পারেনি; তাকে স্বর্গ থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু এখন সে আবার এটি পেতে চেষ্টা করছে। “প্রণাম কর,” শয়তান বলে, “আর আমার আরাধনা কর।” কিন্তু প্রভু যীশু বললেন, “দূর হও শয়তান,” মথি ৪:১০, “কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে।” আমাদের কেবল একজনই আরাধনা করা উচিত। আমরা ঈশ্বরের মহান দাস এবং মহিমান্বিত সত্তাদের উপাসনা করার ভুল করতে পারি। প্রকাশিত বাক্য ২২:৮ পদে, এমনকি মহান প্রেরিত যোহনও এই ভুল করেছিলেন। তিনি একজন স্বর্গদূতকে দেখতে পেলেন এবং প্রকাশিত বাক্য বইয়ে প্রকাশিত আশ্চর্যজনক বিষয়গুলি দেখার পর তিনি তাঁকে উপাসনা করার জন্য উপুড় হয়ে পড়েছিলেন। কল্পনা করুন, প্রেরিত যোহন, ৯৫ বছর বয়সে, যিনি এতদিন ধরে প্রভুকে চেনেন, যদি ঈশ্বরের একজন পরাক্রমশালী দাসের প্রশংসা করার ভুল করতে পারেন, তাহলে আমাদের মধ্যে যে কেউ সেই ভুল করতে পারে। আমাদের ঈশ্বরের কোনও শক্তিশালী দাসকে এতটা প্রশংসা করা উচিত নয় যে সেই দাসের মাধ্যমেই ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ হয়।

যখনই কোন প্রচারক বা যাজক ঈশ্বর এবং মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী হতে চান, তখন আপনাকে সতর্ক থাকতে হবে। পুরাতন নিয়মের ভাববাদীরা ছিলেন এমন মানুষ যারা মানুষকে ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে বলেছিলেন, কিন্তু নতুন নিয়মে, ঈশ্বর এবং মানুষের মধ্যে কেবল একজনই মধ্যস্থতাকারী আছেন, আর তিনি হলেন প্রভু যীশু খ্রীষ্ট। খ্রীষ্ট এবং আপনার মধ্যে দ্বিতীয় মধ্যস্থতাকারী হওয়ার জন্য আপনার কোনও যাজক, প্রচারক বা ঈশ্বরের কোনও লোকের প্রয়োজন নেই। আপনার মরিয়মের প্রয়োজন নেই। আপনার আর কারোর প্রয়োজন নেই। আপনি সরাসরি প্রভু যীশুর কাছে যেতে পারেন, এবং তাঁর মাধ্যমে পিতার কাছেও যেতে পারেন। কিন্তু আমরা ভুল করতে পারি, ঠিক যেমন যোহন করেছিলেন। প্রকাশিত বাক্য ২২-এ, আমরা এই শক্তিশালী দূতের আনুগত্যও দেখতে পাই। তিনি বলেন, “এমন কর্ম করিও না; আমার ভজনা করিও না।”

কোথায় সেই প্রচারক, পালক এবং খ্রীষ্টান নেতারা যারা অন্য খ্রীষ্টানদের তাদের সাথে সংযোগ স্থাপন করতে দেবেন না, যারা তাদের দূরে ঠেলে দেবেন এবং বলবেন, “আমার সাথে সংযোগ স্থাপন করবেন না; নিজে খ্রীষ্টের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করুন”? তিনিই ঈশ্বরের প্রকৃত লোক/ দাস, যাকে আপনি নির্ভয়ে অনুসরণ করতে পারেন - যিনি আপনাকে তাঁর সাথে সংযোগ স্থাপন করতে অস্বীকার করেন এবং আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা অন্বেষণ করতে অস্বীকার করেন, কিন্তু আপনাকে বলেন, “ঈশ্বর তোমাদের পিতা। সরাসরি তাঁর কাছে যান, তিনি আপনাকে তাঁর ইচ্ছা দেখাবেন।” কারণ ইব্রীয় ৮:১১ পদে ঈশ্বরের নতুন নিয়মের প্রতিশ্রুতিতে বলা হয়েছে, “তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে, এবং আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না, বলিবে না, ‘তুমি প্রভুকে জ্ঞাত হও’; কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে।” এর অর্থ হল, প্রত্যেকেই, যিনি নতুন জন্মপ্রাপ্ত, খ্রীষ্টে একজন শিশু, এমনকি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শক্তিশালী দাস পর্যন্ত, তাঁকে ব্যক্তিগতভাবে জানতে পারেন। তাই স্বর্গদূত বলেন, “আমার আরাধনা করো না। আমি তোমার সহদাস, তোমার ভ্রাতা; ঈশ্বরেরই আরাধনা কর।”