WFTW Body: 

"যাহারা সদাপ্রভুকে ভয় করিত, তাহারা পরস্পর আলাপ করিল, এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন; আর যাহারাসদাপ্রভুকে ভয় করিত, ও তাঁহার নাম ধ্যান করিত,তাহাদের জন্য তাঁহার সম্মুখেএকখানি স্মরণার্থক পুস্তক লেখা হইল। …… তাই তোমরা ধার্ম্মিক ও দুষ্টের মধ্যে, যে ঈশ্বরের সেবা করে, ও যে তাঁহার সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে।" (মালাখি ৩:১৬-১৮)।

উপরোক্ত পদগুলি আমাদের দুই প্রকার গোষ্ঠীর লোকেদের কথা বলে - ধার্মিক ও দুষ্ট। সেখানে বলা হয়েছে যে ঈশ্বরের "একখানি স্মরণার্থক পুস্তক" রয়েছে যাতে শুধুমাত্র সেই খ্রীষ্টীয়ানদের নাম রয়েছে যারা সত্যিকারে ঈশ্বরকে ভয় করেন এবং যারা তাঁর নামকে সম্মান করেন। এবং ঈশ্বর বলেছেন যে এভাবেই প্রকৃত ধার্মিকদের দুষ্টদের থেকে আলাদা করা হবে।

মথি ২৩:২৫, ২৬-পদে প্রভু যীশু যা বলেছিলেন তার সাথে এই বাক্যগুলিকে যুক্ত করা যেতে পারে। তিনি সেখানে বলেছিলেন, দুষ্ট ফরীশীরা, কেবল পানপাত্রের বাইরের অংশ পরিষ্কার রেখেছিল; প্রকৃতপক্ষে ধার্মিকেরা পানপাত্রের ভিতর এবং বাইরে উভয় দিকই পরিষ্কার রাখেন। এভাবেই আমরা ধার্মিককে দুষ্ট থেকে আলাদা করি।

বিশ্বাসীরা যারা সত্যিকারে ঈশ্বরকে ভয় করেন তারা সর্বদা তাদের হৃদয়কে ঈশ্বরের সামনে শুদ্ধ রাখবেন এবং তাদের আলো (তাদের জীবনের বাহ্যিক সাক্ষ্য) মানুষের সামনে উজ্জ্বল রাখবেন। পাপের বিরুদ্ধে সত্যিকারের বিজয়ী জীবন কেবল সেই ব্যক্তির পক্ষে সম্ভব যিনি তার অভ্যন্তরীণ জীবনকে সর্ব-গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

এক শুদ্ধ বিবেক এবং এক বিশুদ্ধ হৃদয়ের মধ্যেও বিস্তর পার্থক্য রয়েছে। একটি শুদ্ধ বিবেক হল সমস্ত পরিচিত পাপ থেকে মুক্ত হওয়া; অন্যথায় একটি বিশুদ্ধ হৃদয় হল এমন যেটি কেবল সমস্ত পরিচিত পাপ থেকে মুক্ত তা নয়, বরং স্বয়ং ঈশ্বর ছাড়া অন্য সমস্ত কিছুর প্রতি আসক্তি থেকেও মুক্ত হওয়া। যার বিশুদ্ধ হৃদয় রয়েছে তিনি কেবমাত্র ঈশ্বরকে দেখেন আর অন্য বিষয় বা অন্য কাউকে দেখেন না। যীশু বলেছিলেন, "ধন্য যাহারা নির্ম্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে" (মথি ৫:৮)। বিশুদ্ধ অন্তঃকরণের (হৃদয়ের) লোকেরা সর্বাবস্থায় কেবলমাত্র ঈশ্বরকে দেখেন। তাদের মন কোন মানুষ (ভাল বা মন্দ) বা তাদের পরিস্থিতি (সহজ বা কঠিন) দ্বারা কবলিত হবেন না । তারা শুধুমাত্র স্বয়ং ঈশ্বরের কাছে সমর্পিত হবেন।

অন্যের বিরুদ্ধে যার অভিযোগ থাকে তিনি প্রমাণ করেন যে তার হৃদয় বিশুদ্ধ নয়, কারণ তিনি সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পিত নয় বরং সেই মন্দের মধ্যে রয়েছে যা তিনি অন্যদের মধ্যে দেখেন। যদি তার হৃদয় বিশুদ্ধ হতো, তবে তিনি কেবল ঈশ্বরকে দেখতে পেতেন - এমনকি জটিল মানুষের দ্বারা সৃষ্ট কঠিন পরিস্থিতিতেও! এই ধরনের একজন ব্যক্তি সেই কঠিন পরিস্থিতিতে ঈশ্বরকে কেবল তার মঙ্গলের জন্যই কার্য করতে দেখবেন তা নয় (রোমীয় ৮:২৮) কিন্তু ঈশ্বরের মহিমার জন্যও কার্য করতে দেখবেন। তখন তিনি সব কিছুর জন্য ঈশ্বরের প্রশংসা করবেন।

আপনার হৃদয় যদি প্রকৃতভাবে বিশুদ্ধ হয়, তবে বিশ্বের সমস্ত মানুষ এবং মহাবিশ্বের সমস্ত মন্দ আত্মা যৌথভাবেও আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনাকে পূর্ণ হতে বাধা দিতে পারবে না - কারণ ঈশ্বর প্রতিটি পরিস্থিতিতে আপনার জন্য কার্য করবেন। তারপরে আপনি প্রতিটি পরিস্থিতিতে একজন বিজয়ী হবেন - এবং আপনি আপনার জীবনের জন্য ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা পূরণ করতে সক্ষম হবেন।

বাইবেল বলে, "জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়" (হিতোপদেশ ২৭:১৯)। এই পদের একটি অর্থ হল যে আপনি যখন অন্যদের কৃত কোন কার্যকে দোষারোপ করেন যে তা মন্দ উদ্দেশে করা হয়েছে, তখন এটি আসলে আপনার নিজের হৃদয়ের অবস্থাকেই প্রকাশ করবে - কারণ আপনি ধরে নিচ্ছেন যে তারা অবশ্যই সেই একই খারাপ উদ্দেশ্য নিয়ে সেই কাজগুলি করছে, যা আপনিও একই ভাবে করতেন যদি আপনি সেই পরিস্থিতিতে থাকতেন। কিন্তু যীশু আমাদের বলেছেন মানুষকে মূল্যায়ন করতে শুধুমাত্র তাদের ফলের (বাহ্যিক কর্মের) দ্বারা ( "তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে" - মথি ৭:১৬) - এবং তাদের শিকড়-দ্বারা নয় (তাদের উদ্দেশ্য, যা দেখা যায় না!)। যদি আমরা নিজেদেরকে ক্রমাগত পরিষ্কার করার মাধ্যমে জীবনযাপন করি, আমরা কেবল স্বয়ং নিজেদেরকে বিচার করব এবং অন্য লোকেদের উদ্দেশ্যকে নয়। এভাবেই আমরা আমাদের হৃদয়কে সর্বদা পবিত্র রাখতে সক্ষম হবো। তারপর ঈশ্বর নিজেই আমাদের অন্যদের সম্পর্কে বিচক্ষণতা দেবেন, যাতে আমরা প্রতারিত না হই। যীশুর হৃদয় সর্বদা শুদ্ধ ছিল, কারণ তিনি কখনই কাউকে বিচার করেননি (যোহন ৮:১৫), কিন্তু প্রত্যেকের বিষয়ে বিচক্ষণ ছিলেন (যোহন ২:২৪,২৫)।

আমাদের হৃদয়কে বিশুদ্ধ রাখার অর্থ কী তার একটি উদাহরণ এখানে দেওয়া হলো। ভাই জুনিপার ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, যিনি ১৩ শতাব্দীতে ইতালিতে বসবাস করতেন। তিনি সবসময় খুব সাধারণ কাপড়-চোপড় পরতেন। একদিন তিনি তাঁর এক ভাইকে খুব দামী পোশাক পরা অবস্থায় দেখলেন। কিন্তু সেই কারণে জুনিপার তার বিচার করেননি। পরিবর্তে, তিনি মনে মনে বললেন, "সম্ভবত সেই দামী কাপড়ের নিচে আমার ভাইয়ের একটি নম্র হৃদয় আছে, যা এই সাধারণ পোশাকের নীচে আমার হৃদয়ের চেয়েও বেশী নম্র"। এমন শুদ্ধ ও নম্র মনোভাব নিয়ে তিনি তাঁর ভাইকে বিচার করার পাপ থেকে নিজেকে রক্ষা করেছিলেন। এটি ছিল তাঁর ধার্মিকতার একটি গোপন রহস্য - এবং এটি আমাদের সকলের অনুসরণ করার জন্য একটি ভাল উদাহরণ। আমরা যেন সবসময় এমনই হই। আমেন।