WFTW Body: 

প্রভু যীশু যোহন ১৬:৩৩ পদে বলেছেন, " জগতে তোমরা ক্লেশ পাইতেছ; কিন্তু সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি"। তিনি কখনও প্রতিশ্রুতি দেননি যে, আমরা ক্লেশ (দুর্দশা) থেকে রক্ষা পাব - দুর্দশাগুলি ছোট হোক বা বড় হোক। তবে তিনি বলেছিলেন যেমন তিনি জয়লাভ করেছিলেন তেমনই আমরাও জয়লাভ করতে পারবো। তিনি আমাদেরকে ক্লেশ থেকে বাঁচানোর চেয়ে আমাদেরকে জয়ী হিসাবে গড়ে তুলতে আরও বেশি আগ্রহী, কারণ তিনি আমাদের স্বাচ্ছন্দ্যের চেয়ে আমাদের চরিত্রের প্রতি অনেক বেশি আগ্রহী। যীশু কখনও বলেননি যে মহাক্লেশের হাত থেকে বাঁচা বিশ্বস্ততার পুরষ্কার, যেমন কেউ কেউ সেই রকমই শিক্ষা দিয়ে থাকে। বিপরীতে, তিনি বলেছিলেন, যারা তাঁকে অনুসরণ করতে সমস্ত কিছু ত্যাগ করেছেন, তাদেরকে আরও বেশি কষ্ট ভোগ করতে হবে অন্যদের তুলনায় যারা তাঁকে অনুসরণ করেনি (মার্ক ১০:৩০)। যখন তিনি তাঁর শিষ্যদের জন্য তাঁর পিতার কাছে প্রার্থনা করেছিলেন, তিনি বলেছিলেন, "আমি নিবেদন করিতেছি না যে, তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিগকে সেই পাপাত্মা হইতে রক্ষা কর" (যোহন ১৭:১৫)। তিনি চান না যে তাঁর শিষ্যরা সেই সময় জগৎ থেকে বেরিয়ে আসুক, শুধুমাত্র এই কারনেই যে তারা ক্লেশের মুখোমুখি হচ্ছিলেন।

তৃতীয় শতাব্দীতে খ্রীষ্টানদের যখন রোমের মুক্ত অঙ্গনে সিংহগুলির সামনে নিক্ষিপ্ত করা হয়েছিল এবং রোম সাম্রাজ্যের বিভিন্ন অংশে তাঁদেরকে খুঁটিতে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন প্রভু তাঁদেরকে এই জাতীয় ক্লেশ থেকে উদ্ধার করেননি। ঈশ্বর যিনি দানিয়েলের সময়ে যেভাবে সিংহের মুখ বন্ধ করে দিয়েছিলেন এবং জ্বলন্ত চুল্লির শক্তি কেড়ে নিয়েছিলেন, কিন্তু তিনি যীশুর এই শিষ্যদের জন্য সেই অলৌকিক কাজ করেননি - কারণ তাঁরা ছিলেন নতুন-নিয়মের খ্রীষ্টের অনুসরণকারি, যারা মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের গৌরব করতে যাচ্ছিলেন। তাঁদের প্রভু, যীশুর মতো তাঁরাও স্বর্গদূতের বারোটি সৈন্যদল এসে তাঁদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করবে বলে তাঁরা না চেয়েছিলেন, না প্রত্যাশাও করেছিলেন। ঈশ্বর স্বর্গ থেকে তাঁর পুত্রের বিবাহের কন্যাকে সিংহের দ্বারা টুকরো টুকরো হতে এবং পুড়ে ছাই হয়ে যেতে পর্যবেক্ষণ করেছিলেন; এবং তিনি তাঁদের সাক্ষ্য দ্বারা মহিমান্বিত হয়েছিলেন - কারণ তাঁরা "মেষশাবকের অনুসরণ করেছিলেন, তিনি যেখানেই গমন করেছিলেন" এমনকি হিংসাত্মক শারীরিক মৃত্যু পর্যন্ত হয়েছিল (প্রকাশিত বাক্য ১৪:৪)। সেই একটি মাত্র কথা প্রভু তাদের বলেছিলেন, " তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাক, তাহাতে আমি তোমাকে জীবন-মুকুট দিব" (প্রকাশিত বাক্য ২:১০)। আজও, যখন যীশুর শিষ্যরা অনেক দেশে তাঁর নামের জন্য নির্যাতিত ও নিপীড়িত হচ্ছেন, তখন প্রভু তাদের পৃথিবী থেকে সরিয়ে নেন না। এবং তিনি মহাক্লেশের আগে আমাদেরকে স্বর্গের পরমানন্দ দেবেন না। তিনি আরও ভাল কিছু করবেন। তিনি মহাক্লেশের মাঝে আমাদের বিজয়ী বানাবেন।

যীশু আমাদের ক্লেশ থেকে বাঁচানোর চেয়ে দুষ্টতা (মন্দ) থেকে রক্ষা করার ক্ষেত্রে আরও বেশি আগ্রহী। তিনি আমাদের ক্লেশের মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন কারণ তিনি জানেন যে, এটাই একমাত্র রাস্তা আমাদেরকে আধ্যাত্মিকভাবেই দৃঢ় করার।

বাস্তবিকপক্ষে এই জাতীয় বার্তা (বাণী) আরামদায়ক-প্রেমের খ্রীস্টীয় জগতের কাছে এক বিস্ময়কর শিক্ষা যা কানের কৌতুকপূর্ণ প্রচারকরা দ্বারা বছরের পর বছর ধরে প্রতি রবিবার তাদের গীর্জা ঘরের পরিবেষ্টিত কক্ষের মধ্যে যত্ন করে তুলে রাখা হয়েছে। তবে এই বার্তা প্রেরিতরা আগেকার দিনের গীর্জায় প্রচার করেছিলেন। " তাঁহারা (প্রেরিত পৌল এবং বার্নবা) শিষ্যদের মন সুস্থির করিলেন, এবং তাহাদিগকে আশ্বাস দিতে লাগিলেন, যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে আর কহিলেন, 'অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে "' (প্রেরিত ১৪:২২)।

আমরা এখন ঘরে বসে এবং কর্মক্ষেত্রে যে সামান্য পরীক্ষাগুলির মুখোমুখি হই তা হল ভবিষ্যতের দিনগুলির জন্য আরও বৃহত্তর পরীক্ষার প্রস্তুতি। এ কারণে এখনই আমাদের বিশ্বস্ত হওয়া অপরিহার্য। সেই জন্য ঈশ্বর বলেন, " তুমি যদি পদাতিকদের সহিত দৌড়িয়া গিয়া থাক আর তাহারা তোমাকে ক্লান্ত করিয়া থাকে, তবে অশ্বগণের সহিত কি প্রকারে পারিয়া উঠিবে? " (যিরমিয় ১২:৫)। প্রকাশিত বাক্য অধ্যায় ১: ৯, ১০, যোহন নিজেকে "যীশুর মধ্যে ক্লেশের সহভাগী" হিসাবে উল্লেখ করেছেন। প্রভু যীশুর প্রত্যেকটি আন্তরিক শিষ্যরা যতক্ষণ তাঁরা এই বিশ্বজগতে রয়েছেন, ততক্ষণ "যীশুতে যে ক্লেশ রয়েছে" তার অংশীদার হতে প্রস্তুত থাকতে হবে। যোহন যখন স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতেন, তখন তিনি এই বিষয়টি উন্মোচন করেননি। পাটমে ক্লেশ ভোগ করার সময় তিনি এটি উন্মোচন করেছিলেন, কারণ তিনি "ঈশ্বরের বাক্য ও যীশুর সাক্ষ্য'র" প্রতি বিশ্বস্ত ছিলেন (প্রকাশিত বাক্য ১:৯)। তাঁকে নিজেই ক্লেশ ভোগ করতে হয়েছিল যাতে শেষ দিনগুলিতে যারা খ্রীষ্ট বিরোধীদের কাছ থেকে মহাক্লেশ ভোগ করে চলেছেন সেই সাধুগণ সম্পর্কে লিখতে সক্ষম হন। বর্তমানে যারা ক্লেশের মুখোমুখি হচ্ছেন তাদের মাঝে সেবা কার্য দান করার আগে ঈশ্বর প্রথমে আমাদের বিভিন্ন পরীক্ষা ও ক্লেশের মধ্যে দিয়ে নিয়ে যান। ধৈর্য একটি মহান গুণ যা পুরো নতুন-নিয়ম জুড়ে জোর দেওয়া হয়। যীশু নিজেই বলেছেন " কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে" (মথি ২৪:১৩)।