WFTW Body: 

প্রত্যাশা

"প্রত্যাশা" নতুন নিয়মের একটি শব্দ, ঠিক যেমন "অনুগ্রহ", "নম্রতা", "আত্মায় দীনহীন" এবং "জয়লাভ" ইত্যাদি। 'প্রত্যাশা' সম্পর্কে আধিক ধারণা খুব কম বিশ্বাসীদের আছে। তবে একত্রে অধ্যায়ন করার ক্ষেত্রে এটি একটি ভাল শব্দ।

রোমীয় ৫:২-৪ পদ আমাদেরকে বলে যে আমরা ঈশ্বরের গৌরবের আশায় আনন্দিত হই। আমরা ক্লেশে আনন্দ করি কারণ আমরা যদি সেই ক্লেশগুলিতে ধৈর্য্য ধরে থাকি তবে আমরা প্রমাণিত চরিত্র পাবো। যার ফলস্বরূপ আমাদের প্রত্যাশা দেয়। এর অর্থ হলো যেহেতু আমরা আমাদের অতীত জীবন থেকে দেখেছি যে ঈশ্বর কীভাবে আমাদের পরিবর্তন করেছেন, আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক সেই কাজটি সম্পূর্ণ হবে।

ঈশ্বর ভবিষ্যতের জন্য আমাদেরকে প্রত্যাশায় পরিপূর্ণ করতে চান। আমাদের চারপাশের লোকদের মতো আমরা আতঙ্ক ও হতাশা নিয়ে ভবিষ্যতের মুখোমুখি হবো না। আমরা প্রচণ্ড প্রত্যাশার সাথে সামনের দিকে তাকাই, সম্পূর্ণ রূপে বিশ্বাস করি যে যিনি আমাদের মধ্যে একটি ভাল কাজ শুরু করেছেন, তিনি অবশ্যই তা সম্পন্ন করবেন এবং আমাদের মধ্যে এটির পরিপূর্ণতা আনবেন (ফিলিপীয় ১:৬)। প্রত্যাশা হলো হতাশা এবং খারাপ মেজাজের জন্য নির্দিষ্ট প্রতিষেধক।

আমাদেরকে অবশ্যই দৃঢ়তার সাথে আমাদের প্রত্যাশার স্বীকারোক্তি ধরে রাখতে হবে (ইব্রীয় ১০:২৩)। অন্য কথায়, আমাদের মুখ দিয়ে স্বীকার করার জন্য আমাদের অবশ্যই সাহসী হতে হবে, যদিও এখন আমরা পরাজিত হয়েছি, ঈশ্বর আমাদের বিজয়ী করবেন এবং তিনি আমাদের মধ্যে যা করার প্রতিশ্রুতি দিয়েছেন তা করবেন। আমাদের অবশ্যই প্রত্যাশাতে আনন্দ করা উচিৎ। বিশ্বাসীদের পক্ষে ঈশ্বর তাঁদের জন্য যা করেছেন সেই সকলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান স্বাভাবিক। কিন্তু আমাদেরকে অবশ্যই ঈশ্বর আমাদের জন্য (ভবিষ্যতে) কী করবেন সেই প্রত্যাশায় আনন্দ করতে হবে।

"তিনি যা কিছু করেন, তা সফল হবে" গীতসংহিতা ১:৩ পদে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা, এবং আমাদের এটি অবশ্যই খ্রীষ্টেতে আমাদের জন্মগত অধিকার হিসাবে দাবি করা উচিৎ।

আনন্দ

উপচে পড়া আনন্দ হলো একটি অন্যতম উপায় যার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা ঈশ্বরের উপস্থিতিতে বাস করছি - কারণ "তাঁর উপস্থিতিতে সেখানে আনন্দের পূর্ণতা রয়েছে" (গীতসংহিতা ১৬:১১)। এটি এইভাবেও আমরা জানি যে ঈশ্বরের রাজ্য সত্যই আমাদের হৃদয়ে প্রবেশ করেছে - কারণ "ঈশ্বরের রাজ্য ধার্ম্মিকতা, পবিত্র আত্মায় শান্তি এবং আনন্দ" (রোমীয় ১৪:১৭)। এই আনন্দ আমাদের শুধু মাত্র তখনই হতে পারে যখন আমরা পাপকে ঘৃণা করি এবং ন্যায়পরায়ণতা ভালবাসি - কারণ "যারা ন্যায়পরায়ণতা প্রেম করেন ও পাপকে ঘৃণা করেন" তাদের জন্য আনন্দের তৈলের অভিষেক দেওয়া হয় (ইব্রীয় ১:৯)। সদাপ্রভুর আনন্দ সর্বদা আপনার শক্তি হয়ে উঠুক (নহিমিয় ৮:১০)। আনন্দ প্রলোভনের বিরুদ্ধে আপনার লড়াইকে আরও সহজ করে তুলবে।

যাকোব বলেছেন যে দুটি কারণে আমরা পরীক্ষাগুলির মুখোমুখি হয়েও আমাদের আনন্দ করা উচিৎ (যাকোব ১:১-৪): (১) আমাদের বিশ্বাসটি খাঁটি কিনা তা আমরা আবিষ্কার করি (এটি আমাদের কাছে থাকা স্বর্ণটি খাঁটি কিনা তা সন্ধান করার মতো - যাতে আমরা নিজেদেরকে বোকা বানাতে না পারি যে আমরা ধনী যদিও আসলে আমরা দরিদ্র)। (২) আমাদের ধৈর্য পরিপূর্ণতায় উন্নত হয় - এবং তারপরে আমরা নিখুঁত এবং পরিপূর্ণ হয়ে উঠি এবং কিছুরই অভাব হয় না।

আমাদের পরীক্ষাগুলি থেকে কী ফলাফল আসতে পারে তা আশ্চর্যজনক - যদি আমরা সেইগুলির মধ্যে আনন্দ করি। বিশ্বাসীদের মধ্যে প্রচুর অপচয়-পীড়ন রয়েছে। তারা তাদের কষ্ট থেকে কোনও সম্পদ পায় না, কারণ তারা অভিযোগ করে এবং আনন্দ করার পরিবর্তে বচসা করে।