WFTW Body: 

পুরাতন নিয়মে, ভাববাদীরা ঈশ্বরের লোকদের মধ্যে একটি অবশিষ্টাংশ লোকেদের বিষয়ে বলেছিলেন। তাঁরা বলেছিলেন ঈশ্বরের লোকেদের মধ্যে আধ্যাত্মিক পতনের সময় এমন কিছু লোক থাকবেন, যারা ঈশ্বরের প্রতি বিশ্বাসযোগ্য থাকবেন। ভাববাদীদের বিষয়বস্তু ছিল পুনরুদ্ধার করা।

উদাহরণস্বরূপ, হোশেয় আধ্যাত্মিক ব্যভিচার এবং ঈশ্বরের অপরিবর্তনীয় প্রেমের বিষয়ে বলেছিলেন। হবক্‌কূক বিশ্বাসের দ্বন্দ্ব এবং বিশ্বাসের বিজয়ের বিষয়ে বলেছিলেন। সখরিয়র বোঝা ছিল ঈশ্বরের লোকেদের বাবিল থেকে বের করে যিরূশালেম প্রবেশ করানো। হগয়ের বোঝা ছিল মন্দির নির্মাণ করা। প্রত্যেক ভাববাদীর প্রতি ঈশ্বর কর্তৃক প্রদত্ত একটি নির্দিষ্ট বোঝা ছিল - কিন্তু তাঁদের সকলেই ঈশ্বরের লোকদের মধ্যে পবিত্রতার অভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

পবিত্রতা এবং ঈশ্বরের অপরিবর্তনীয় প্রেম ছিল সকল ভাববাদীদের বোঝা: ঈশ্বরের লোকদের মধ্যে পবিত্রতা এবং তাঁর লোকদের প্রতি ঈশ্বরের অপরিবর্তনীয় প্রেম এমনকি যখন তারা আধ্যাত্মিক ব্যভিচারের মধ্যে ছিল এবং বিপথগামী হয়ে ছিল। ঈশ্বরের সবসময় ইচ্ছা ছিল তাঁর লোকেদের ফিরিয়ে আনা। তিনি তাদের শাসন করেন; কিন্তু শাসন শেষ হওয়ার পর তিনি তাদেরকে তাঁর কাছে ফিরিয়ে আনতে চান।

এইভাবে মণ্ডলীতেও প্রকৃত ভাববাদীমূলক সেবাকার্য করা উচিৎ। আজকের দিনে মণ্ডলীর একজন প্রকৃত ভাববাদীর কাছেও একই বোঝা থাকবে যা পুরাতন নিয়মের ভাববাদীদের কাছে ঈশ্বরের লোকেদের মধ্যে পবিত্রতার জন্য ছিল। আর তিনি ঈশ্বরের অপরিবর্তনীয়, দীর্ঘসহিষ্ণু, দয়াশীল প্রেমের দ্বারা প্রেরিত হবেন এবং পিছিয়ে থাকা লোকেদের তাঁর কাছে এবং প্রকৃত পবিত্রতার প্রতি ফিরিয়ে আনতে চির ইচ্ছা রাখবেন। প্রতিটি মণ্ডলীতে একটি ভাববাদীমূলক সেবাকার্য থাকা উচিৎ, যদি এটিকে বাঁচিয়ে রাখতে হয় এবং ঈশ্বরের জন্য কার্য করতে হবে যেমন তাকে করা উচিৎ।

ঈশ্বর আপনার হৃদয়ের যে বোঝা দেন তা প্রায় সবসময়ই সেই সেবাকার্যের একটি ইঙ্গিত যা তিনি আপনার জন্য পরিকল্পনা করেছেন। অতএব প্রভুর কাছ থেকে বোঝা পাওয়ার জন্য অপেক্ষা করুন। যদি আপনি কোন বোঝা ছাড়াই প্রভুর সেবা করেন, তাহলে আপনি কিছুদিন পর প্রভুর কাজে বিষণ্ণ হয়ে পড়বেন, এবং আপনি সম্ভবত অর্থ, মানুষের সম্মান বা পার্থিব আরাম খুঁজবেন। এটা দুর্ভাগ্যজনক যে, যারা আজকে প্রভুর সেবা করছেন বলে দাবি করেন, আসলে তাদের কাছে সেবাকার্যের জন্য ঈশ্বর প্রদত্ত কোন বোঝা নেই।

ঈশ্বর একজন ব্যক্তিকে শিশুদের মধ্যে কার্য করার বোঝা দিতে পারেন এবং আরেকজনকে সুসমাচার প্রচারের জন্য বোঝা দিতে পারেন। ঈশ্বরের লোকেদের শিক্ষা দেওয়ার জন্য আরেকজনকে বোঝা দিতে পারেন। ঈশ্বর খ্রীষ্টের দেহের বিভিন্ন সদস্যকে বিভিন্ন বোঝা দেন। আমাদের অবশ্যই অন্য কারও সেবাকার্য নকল করা উচিৎ নয় বা তার বোঝা নেওয়ার চেষ্টা করা উচিৎ নয়। অন্যকে আপনার বোঝা নিতে বাধ্য করবেন না; এবং অন্য কাউকে আপনার উপরে তার বোঝা চাপিয়ে দেওয়ার অনুমতি দেবেন না। স্বয়ং ঈশ্বরকেই আপনার জন্য বোঝা দিতে দিন - যা তিনি আপনার জন্য পরিকল্পনা করেছেন।

আমরা যতই ঈশ্বরের হৃদয়ের সাথে সহভাগিতায় আসব, ততই আমরা তাঁর বোঝা ভাগ করে নেব। যদি ঈশ্বর আপনাকে একজন সুসমাচার প্রচারক হিসেবে আহ্বান করে থাকেন, তাহলে তিনি আপনাকে হারিয়ে যাওয়া আত্মার প্রতি সমবেদনা দেবেন। যদি ঈশ্বর আপনাকে শিক্ষক হওয়ার জন্য আহ্বান করে থাকেন, তাহলে তিনি আপনাকে সেই বিশ্বাসীদের প্রতি সমবেদনা দেবেন যারা অন্ধ এবং প্রতারিত, যারা বিজয়ের জীবনে প্রবেশ করছে না। যদি আমরা আমাদের সেবাকার্য সাফল্যের সাথে সম্পন্ন করতে চাই, তাহলে তাঁর সমবেদনা ভাগ করে নেওয়ার জন্য ঈশ্বরের হৃদয়ের সাথে সহভাগিতা অপরিহার্য।

অনেকে আমাকে তাদের বিশেষ সেবাকার্যের বিষয়ে (যা তাদের প্রাপ্ত) বোঝা রাখার জন্য অনুরোধ করেছেন - সাধারণত সুসমাচার প্রচার বিষয়ক। কিন্তু আমি সবসময় এই ধরনের দাবিকে প্রতিহত করেছি। ঈশ্বর অন্যকে যে বোঝা দিয়েছেন সে বিষয়ে আমি আগ্রহী নই। ঈশ্বর আমাকে একটি নির্দিষ্ট বোঝা দিয়েছেন এবং আমি দৃঢ়প্রত্যয়ী যে সেটাই একমাত্র সেবাকার্য যা আমি সম্পন্ন করব। ভাববাদীরা কখনো কাউকে তাঁদের বোঝা এবং ঈশ্বর প্রদত্ত সেবাকার্য থেকে তাঁদেরকে দূরে সরিয়ে নিয়ে হাওয়ার অনুমতি দেননি।

যদি আপনার কোন বোঝা না থাকে, তাহলে আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে যাওয়া উচিৎ এবং তাঁর কাছে আপনাকে একটি বোঝা দেওয়ার জন্য প্রার্থনা করা উচিৎ। খ্রীষ্টের দেহে আপনার সম্পাদন করার জন্য তাঁর একটি সুনির্দিষ্ট কার্যভার আছে এবং সেটা কি তা আপনাকে অবশ্যই জানতে হবে।

অনেক প্রচারক এক সেবাকার্য থেকে অন্য সেবাকার্যে ঘুরে বেড়ান - এমন খ্রীষ্টান সংগঠনে যোগদান করেন যা তাদের সর্বোচ্চ বেতন দেয়। উদাহরণস্বরূপ, আপাত "বোঝা" হিসাবে তারা একটি বেতার (রেডিও) সেবাকার্য শুরু করতে পারেন। কিন্তু যদি কোন শিশু-প্রচারক সংস্থা তাদের উচ্চতর বেতন প্রদান করেন, তারা হঠাৎই শিশু-প্রচারের জন্য একটি "বোঝা" তৈরি করেন! কিছু সময় পরে, যদি একটি খ্রীষ্টান সাহিত্য সংগঠন তাদের আরও বেশি বেতন দেন, তাদের "বোঝা" হঠাৎ একটি সাহিত্য বিষয়ক সেবাকার্যের দিকে স্থানান্তরিত হয়ে যায়!! এই ধরনের প্রচারকরা প্রভুর সেবা করছেন না। তারা ধর্মীয় ব্যক্তি যারা বাবিলীয় "ব্যবসায়" জড়িত।

যখন ঈশ্বর আপনাকে একটি বোঝা দেন, তখন অন্য কোন সংগঠন আপনাকে আরও ভাল কিছু পার্থিব সুবিধা দিয়েছেন বলে আপনি এটিকে ছেড়ে দিতে পারেন না।