কলসীয় ২:২ পদে পৌল বলেছেন, "আমার ইচ্ছা এই, যেন তাহাদের হৃদয় আশ্বাস পায়, তাহারা প্রেমে পরস্পর সংসক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তারূপ সমস্ত ধনে ধনী হইয়া উঠে, যেন ঈশ্বরের নিগূঢ়তত্ত্ব, অর্থাৎ খ্রীষ্টকে জানিতে পায়।" এই 'নিগূঢ়তত্ত্ব' শব্দটি নুতন নিয়মে কয়েকবার পাওয়া যায় এবং এমন একটি সত্যকে নির্দেশ করে যা কেবলমাত্র ঈশ্বর তাঁর পবিত্র আত্মার মাধ্যমে আপনার কাছে প্রকাশ করলেই জানা যাবে। ১ করিন্থীয় ২:৮-১০ পদ বলছে, "চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয়াকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর, যাহারা তাঁহাকে প্রেম করে, তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন, কারণ আমাদের কাছে ঈশ্বর তাঁহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন।"
বাইবেলে 'মহৎ' নিগূঢ়তত্ত্ব বলা হয় মাত্র দুটি রহস্যকে। একটি রহস্য হলো যে ঈশ্বর মানুষের দেহে এসেছিলেন (১ তীমথিয় ৩:১৬): "ভক্তির নিগূঢ়তত্ত্ব মহৎ, ইহা সর্ব্বসম্মত, ঈশ্বর মাংসে প্রকাশিত হইলেন।" একেই বলা হয় ভক্তির নিগূঢ়তত্ত্ব বা কিভাবে ধার্মিক জীবন-যাপন করা যায় তার রহস্য। দ্বিতীয় নিগূঢ়তত্ত্ব হলো খ্রীষ্টের দেহ এবং নববধূ হিসাবে মণ্ডলী সম্পর্কে। ইফিষীয় ৫:৩১, ৩২ পদ বলছে, "সেই দুই জন একাঙ্গ হইবে। এই নিগূঢ়তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রীষ্টের উদ্দেশে ও মণ্ডলীর উদ্দেশে ইহা কহিলাম।" খ্রীষ্টের সাথে মণ্ডলীর এক দেহ হওয়া দ্বিতীয় মহৎ নিগূঢ়তত্ত্ব।
আমাদের ঈশ্বরের কাছ থেকে প্রকাশন দরকার যদি আমরা বুঝতে চাই যে যীশু মাংসময় দেহে এসেছিলেন, আমাদের মতো প্রলোভিত হয়েছিলেন এবং সমস্ত প্রলোভনকে জয় করেছিলেন, এবং কীভাবে আমরা এখন তাঁর পদচিহ্ন অনুসরণ করতে পারি, পাপকে পরাস্ত করতে পারি এবং কিভাবে অন্যদের সাথে খ্রীষ্টের দেহ গঠন করতে পারি যারা একই পথে চলছেন। জগতের সামনে মণ্ডলীকে খ্রীষ্টের দেহ হিসাবে গড়ে তোলা হলো এমন এক সর্বশ্রেষ্ঠ সেবাকার্য যা কখনও কেউ করতে পারে। বাস্তবিক এর থেকে আর বৃহৎ কিছু নেই। এই মণ্ডলী নির্মাণের জন্য পৌল তাঁর সমস্ত জীবনের শ্রম দিয়েছিলেন।
ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সেবক হলেন যারা খ্রীষ্টের সাথে তাঁর মণ্ডলী নির্মাণের জন্য কার্য করছেন। ধার্মিক জীবন-যাপন করা জরুরী; কিন্তু তা যথেষ্ট নয়। আমাদেরও অবশ্যই তা করতে হবে যা পৌল করেছিলেন - মণ্ডলী নির্মাণ করা৷ পৌল তাঁর জীবন সামাজিক কাজে ব্যয় করেননি। পার্থিব বিষয়ে দরিদ্রদের সাহায্য করা ভালো, কিন্তু তা ঈশ্বরের অনন্তকালীন উদ্দেশ্য পূরণ করবে না। আপনি যদি শুধুমাত্র শিক্ষা এবং চিকিৎসা দিয়ে লোকেদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলেন, তাহলে আপনি কেবল তাদের নরকের দিকে তাদের পথ সহজ করেছেন! প্রথমদিকে, তারা একটি রুক্ষ পথ ধরে নরকের দিকে যাচ্ছিল, কিন্তু আপনি সেই পথটিকে একটু মসৃণ করেছেন। পৌল উপলব্ধি করেছিলেন যে সমস্ত পরিচর্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লোকেদের খ্রীষ্টের দিকে পরিচালিত করা, তাদের একটি ধার্মিক জীবনের দিকে নিয়ে যাওয়া এবং তারপরে তাদের একসাথে একটি দেহ গড়ে তোলা। এটি হলো সবচেয়ে বৃহৎ সেবাকার্য যা আমাদের মধ্যে যে কেউ করতে পারে।
আমরা সকলকে সম্মান করি যারা সামাজিক কাজ করে এবং খ্রীষ্টের নামে দরিদ্রদের সাহায্য করে। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন যাদের তা করার জন্য আহ্বান করা হয়েছে৷ কিন্তু পৌল কখনই এই সকলের সাথে জড়িত হননি - যদিও তাঁর সময়ে পৃথিবীতে অনেক সামাজিক চাহিদা ছিল। যারা দরিদ্রদের সাহায্য করেন, তারা নোবেল শান্তি পুরস্কারের মতো পার্থিব সম্মান পেতে পারেন। কিন্তু প্রভু যীশু এবং পৌল কখনও নোবেল শান্তি পুরস্কার পেতেন না। যারা মণ্ডলী নির্মাণ করেন তাদেরকে কেউ নোবেল পুরস্কার দেয় না।
কলসীয় ৪:১৭ পদে, আমরা একটি চমৎকার উপদেশ পড়ি যা পৌল আর্খিপ্পকে দিয়েছিলেন: "তুমি প্রভুতে যে পরিচারকের পদ পাইয়াছ সে বিষয়ে দেখিও, যেন তাহা সম্পন্ন কর।" ঈশ্বর অন্যদের যে সেবাকার্য দিয়েছেন তা নিয়ে মাথা ঘামাবেন না। ঈশ্বর আপনাকে একটি বিশেষ সেবাকার্য দিয়েছেন। তাতে মনোনিবেশ করুন এবং যেকোনো মূল্যে তা সম্পন্ন করুন। সেখানে আর্খিপ্প-এর জায়গায় আপনার নাম রাখুন এবং এটিকে আপনার নিজের হৃদয়ে একটি শব্দ হিসাবে নিন। যখন আমি একজন যুবক ছিলাম এবং আমি এই পদটি পড়েছিলাম, আমি সেখানে আর্খিপ্পের জায়গায় আমার নিজের নাম রেখেছিলাম এবং আমি শুনেছিলাম প্রভু আমাকে বলেছেন, "আমি তোমাকে যে পরিচারকের সেবাকার্য দিয়েছি তার প্রতি মনোযোগ দাও এবং তা সম্পন্ন কর। পথভ্রষ্ট হয়ে অন্য কিছু করো না।" আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমাজকর্মে বিপথগামী হবেন না, যদি ঈশ্বর আপনাকে একটি মণ্ডলী নির্মাণ করার জন্য আহ্বান করে থাকেন। যদি ঈশ্বর আপনাকে ভবিষ্যদ্বাণীমূলক সেবাকার্যের জন্য আহ্বান করে থাকেন, তবে কোনো খ্রীষ্টান সংস্থায় একজন পরিচালক (নির্দেশক) হিসাবে টেবিলের পিছনে বসবেন না। ঈশ্বর আপনাকে যে সেবাকার্য দিয়েছেন তার প্রতি মনোযোগ দিন এবং তা সম্পন্ন করুন।