লিখেছেন :   জ্যাক পুনেন বিভাগগুলি :   ঈশ্বরকে জানা শিষ্য
WFTW Body: 

অনেক পুরাতন নিয়মের আচার-অনুষ্ঠানের পরিপূর্ণতা নতুন নিয়মে রয়েছে। পুরাতন নিয়মের অন্তর্গত ত্বকছেদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধি ছিল। নিশ্চিতভাবে, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিধির অবশ্যই নতুন নিয়মে একটি উল্লেখযোগ্য আধ্যাত্মিক অর্থ থাকবে - এবং বাস্তবিকভাবে তার অর্থ রয়েছে।

ফিলিপীয় ৩:৩, ৪ পদে আমাদের জন্য এর অর্থ বর্ণনা করা হয়েছে: "আমরাই ত ছিন্নত্বক্ লোক, আমরা যাহারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি, এবং খ্রীষ্ট যীশুতে শ্লাঘা করি, মাংসে প্রত্যয় করি না" । এই তিনটি অভিব্যক্তি একে অপরের সাথে সম্পর্কিত। আত্মায় উপাসনা করা হল কেবলমাত্র খ্রীষ্টের গৌরব করা এবং এমন একটি জীবন দ্বারা বিকশিত হওয়া যেখানে আমাদের দেহের প্রতি কোন আস্থা থাকে না।

দৈহিক ত্বকছেদে লোকেরা তাদের শারীরিক মাংসের একটি অংশ কেটে ফেলে। আধ্যাত্মিক ত্বকছেদে, আমরা মাংসের (আমাদের স্ব-জীবন) উপর আমাদের আস্থা ছিন্ন করি এবং এটিকে মৃত্যুসাৎ করে থাকি। পুরাতন নিয়মে যাদের ত্বকছেদ করা হত না তারা ইস্রায়েলের অংশ হতে পারত না (আদিপুস্তক ১৭:১৪)। নূতন নিয়মে, যে কেউ নিজের উপর আস্থা রাখে সে যীশু খ্রীষ্টের প্রকৃত মণ্ডলীর অংশ হতে পারে না। শুধুমাত্র যারা খ্রীষ্টে গৌরব করে এবং নিজেদের উপর কোন আস্থা রাখে না তারাই প্রকৃত মণ্ডলীর অংশ। যদি আমরা এই বিষয়ে গর্ববোধ করি যে আমরা আমাদের মণ্ডলীকে অন্যদের চেয়ে বেশি ভালভাবে গড়ে তুলেছি, তবে ঈশ্বরের কাছে আমাদের জন্য তাঁর প্রকৃত মণ্ডলীতে কোন স্থান থাকবে না।

প্রেরিত ৭:৪১ পদে এমন লোকদের কথা বলা হয়েছে যারা নিজ হস্তকৃত কাজে গর্বিত হয়েছিল। আমরা যা অর্জন করেছি তাতে যদি আমরা গর্ব করি, তাহলে আমরা আধ্যাত্মিকভাবে ত্বকছেদ বিহীন। আপনি যদি মনে করেন যে আপনি নিজে কিছু সম্পন্ন করেছেন, তাহলে আপনার বিশ্বাস ব্যর্থ হয়েছে। তারপর ঈশ্বর আপনার প্রতি তাঁর প্রেমে, আপনাকে "সারা রাত জাল ফেলেও কিছু না পাওয়ার" অনুমতি দেবেন (যোহন ২১:৩), যেখানে আপনাকে শেখানোর জন্য যে সত্যিকারের বিশ্বাস অর্থ হল একমাত্র তাঁর উপর সম্পূর্ণ নির্ভরতা।

একদিন নবূখদনিৎসর তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে মহতি বাবিলের উপর গর্বিত হয়েছিলেন যা তিনি নিজেই তৈরি করেছিলেন (দানিয়েল ৪:২৯, ৩০)। সে এমনটি ভাবার সাথে সাথেই ঈশ্বর তার রাজত্ব তার থেকে সরিয়ে তাকে পশুর মত করে দিলেন। তারপর সদ্বিবেচনায় (মানসিক সুস্থতায়) ফিরতে তার অনেক বছর লেগেছিল। তার মতো, অনেক বিশ্বাসীরাও ঈশ্বরের জন্য যা কিছু সম্পন্ন করেছেন তার জন্য তারা অভ্যন্তরীণভাবে গর্বিতবোধ করেন। কিন্তু নবূখদনিৎসর অবশেষে তার মূর্খতার জন্য অনুতপ্ত হন এবং ঈশ্বরকে মহিমান্বিত করেন (দানিয়েল ৪:৩৪-৩৬)। অবশেষে তিনি অন্তরে ত্বকছেদপ্রাপ্ত হলেন। দুঃখের বিষয় হল যে অনেক খ্রীষ্টান নেতা এই আধ্যাত্মিক ত্বকছেদের অভিজ্ঞতা পাননি।

ঈশ্বর চান আমাদের অন্তরের ত্বকছেদ হোক যাতে আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে তাঁকে ভালবাসতে পারি (দ্বিতীয় বিবরণ ৩০:৬)। এটাই হল অন্তরের ত্বকছেদের চিহ্ন। আমরা যদি নিজেদেরকে ভালবাসি এবং নিজেদের মধ্যে গর্বিতবোধ করি তবে আমাদের (অন্তরের) ত্বকছেদ হয়নি।