WFTW Body: 

আমরা ১ করিন্থীয় ১২:২৭-২৮ পদে পড়ি, "তোমরা খ্রীষ্টের দেহ, এবং এক এক জন এক একটি অঙ্গ। আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমতঃ প্রেরিতগণকে, দ্বিতীয়তঃ ভাববাদিগণকে, তৃতীয়তঃ উপদেশকগণকে স্থাপন করিয়াছেন; তৎপরে নানাবিধ পরাক্রমকার্য্য, তৎপরে আরোগ্যসাধক অনুগ্রহ-দান, উপকার, শাসনপদ, নানাবিধ ভাষা দিয়াছেন।"

উপরোক্ত পদসমূহে উল্লিখিত প্রত্যেক ব্যক্তিই এমন একজন যিনি কিছু অলৌকিক ক্ষমতায় সজ্জিত হয়েছেন যা ঈশ্বর তাকে দিয়েছেন তাঁর মণ্ডলী নির্মাণে সাহায্য করার জন্য। তাদের মধ্যে কেউ কেউ প্রেরিত এবং ভাববাদী এবং যাদের পরাক্রমকার্য্য এবং আরোগ্যসাধক অনুগ্রহ-দান রয়েছে তাদের স্পষ্টতই অলৌকিক ক্ষমতা রয়েছে - এবং ঈশ্বরই তাদের সেই ক্ষমতা দিয়েছেন। অতএব এটি অবশ্যই সত্য যে এখানে উল্লিখিত অন্যেরা - যেমন শিক্ষক, সাহায্যকারী, প্রশাসক - খ্রীষ্টের দেহে তাদের কার্য্য করার জন্য ঈশ্বরের দ্বারা কিছু অলৌকিক ক্ষমতায় সজ্জিত ব্যক্তি হতে হবে; এবং এই সীমায় বর্ণিত শুধু কিছু প্রাকৃতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি নয়।

উদাহরণস্বরূপ বিবেচনা করুন, যাদেরকে "উপকার (সাহায্যকারী)" বলা হয়, ঈশ্বর যাদেরকে মণ্ডলীতে নিযুক্ত করেছেন। তারা সেই ব্যক্তি নন যারা স্বেচ্ছায় মেঝে ঝাড়ু দেয় বা টয়লেট পরিষ্কার ইত্যাদি করেন। আমাদের প্রত্যেক মণ্ডলীতে অবশ্যই এমন স্বেচ্ছাসেবকদের প্রয়োজন, যারা এই ধরনের নিম্নমানের কাজ করতে ইচ্ছুক। তবে এই ধরনের কাজ যেকেউ করতে পারেন এবং তার জন্য কোন অলৌকিক ক্ষমতার প্রয়োজন হয় না। কিন্তু উপরোক্ত পদে উল্লিখিত 'উপকার' হলো এমন মানুষ যাদের কাছে অন্যদের সাহায্য করার জন্য ঈশ্বর প্রদত্ত একটি অলৌকিক ক্ষমতা রয়েছে। এই ধরনের ব্যক্তিদের প্রত্যেক মণ্ডলীতে ব্যাপকভাবে প্রয়োজন - এবং আমাদের সকলের এই ধরনের সেবাকার্য্যের জন্য ঈশ্বরের দ্বারা সজ্জিত হতে আগ্রহী হওয়া উচিৎ। এই ধরনের "সাহায্যকারী" মণ্ডলীর দুর্বল এবং অভাবীদের "আধ্যাত্মিকভাবে সহায়তা করেন এবং সাহায্য প্রদান করেন"।

পবিত্র আত্মাকে একজন সহায়ক (সাহায্যকারী) বলা হয়ে থাকে (যোহন ১৪:১৬) - এবং তিনি আমাদেরকে সাহায্য করার জন্য অদৃশ্যভাবে তাঁর কার্য্য করেন। খ্রীষ্টের দেহে এই "সাহায্যকারীরা" মহান সহায়কের মতো কার্য্য করেন, যেমন পবিত্র আত্মা করেন - নীরবে এবং নেপথ্যে, কোনও আড়ম্বর বা লোক দেখান ছাড়াই, এবং কোন দৃষ্টিগোচরতা বা স্বীকৃতি চাওয়া ছাড়াই। তারা কোন ভাই বা বোন হতে পারেন। এই ধরনের বিশ্বাসীদের ঈশ্বর প্রদত্ত একটি অনন্য আত্মিক বর রয়েছে (অসুস্থদের আরোগ্যসাধনের মতো অনন্য উপহার) মণ্ডলীতে ক্লান্ত মানুষের অব্যক্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল হওয়ার জন্য, যারা সন্দেহ এবং ভয়ের সাথে লড়াই করছেন। তারা সাহায্য করার জন্য আমন্ত্রিত হওয়ার অপেক্ষা করেন না। কিন্তু পবিত্র আত্মার পরিচালনায়, তাঁরা নিঃশব্দে সংগ্রামী মানুষের পাশে থাকেন এবং তাদেরকে বিশ্বাস এবং উৎসাহের বাক্য দিয়ে সাহায্য করেন। তাঁরা নিজেদেরকে কারোর উপর চাপিয়ে দেন না। কিন্তু তাঁরা প্রতিদিন ঈশ্বরের কথা শোনেন এবং "ক্লান্ত লোকেদের বাক্য দ্বারা সুস্থির করিবার" জন্য তাঁদেরকে বাক্য দেওয়া হয় (যিশাইয় ৫০:৪)।

আজদের দিনে আমাদের এই ধরনের আত্মিক বর প্রাপ্ত ব্যক্তিদের একান্ত প্রয়োজন, কারণ প্রতিটি মণ্ডলীতে এমন অনেক লোক আছেন যারা নিরুৎসাহিত, নিরাশ, উদ্বিগ্ন এবং জীবনের লড়াইয়ে ক্লান্ত। তাদের পাশে এসে তাদেরকে উৎসাহিত করার জন্য তাঁদের প্রয়োজন। অতএব, অনেক ভাই-বোনদের এই উপহারের জন্য প্রভুর কাছে যাচ্ঞা করা উচিৎ যাতে তাঁরা খ্রীষ্টের দেহকে শান্তভাবে এবং নীরবে আশীর্বাদ করতে পারেন।